BSF: অনুপ্রবেশের চেষ্টা হলেই তেড়ে যাবে মৌমাছি, নদিয়া সীমান্তে অভিনব উদ্যোগ বিএসএফের

BSF: বিএসএফের সিও বলেন, সমস্ত সীমান্তে এই রকম উদ্দ্যোগ নিক। তাতে সীমান্ত সুরক্ষিত থাকবে। আয়ুস প্রকল্পের NEPO গ্রুপের এর চেয়ারম্যান অভিজিৎ ঘোষ বলেন, দায়িত্ব নিয়ে এই কাজ চলছে। ভালো ফলও পাওয়া যাচ্ছে।

Updated By: Dec 24, 2023, 12:01 AM IST
BSF: অনুপ্রবেশের চেষ্টা হলেই তেড়ে যাবে মৌমাছি, নদিয়া সীমান্তে অভিনব উদ্যোগ বিএসএফের

অনুপ দাস: সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে নতুন উদ্যোগ নিল বর্ডার সিকিউরিটি ফোর্স। সীমান্তের গ্রামবাসীদের দিয়ে এবার মৌমাছি প্রতিপালন করাচ্ছে বিএসএফ ৷ যাবতীয় খরচ দিচ্ছে ভারত সরকার। আয়ুস প্রকল্পের মাধ্যমে নেওয়া হচ্ছে এই উদ্যোগ। এতে গ্রামবাসীদের স্বনির্ভর হওয়ার পাশাপাশি সীমান্তের নিরাপত্তায় মৌমাছিরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলেই দাবি বিএসএফের সিও-সহ গ্রামবাসীদের।

আরও পড়ুন-অনুমতি ছাড়াই সমাবর্তন! যাদবপুরের উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল

এমনই একটি চিত্র দেখা গেল নদিয়ার কাদিপুর সীমান্তে। এই সীমান্তে চোরা কারবারিরা প্রায়ই কাঁটাতার কেটে দিত। কাদিপুর BOP সিও সুজিত কুমার চিন্তাভাবনা নিলেন কিছু একটা করা দরকার। ভারত সরকারের প্রকল্প আয়ুসকে ব্যবহার করে নদিয়া জেলার আয়ুস প্রকল্পের NEPO সংস্থার সাথে কথা বলেন। কাদিপুর সীমান্ত তারকাটা বর্ডার রোডের এক পাশে ঔষধি গাছ লাগানো শুরু করলেন। এতে এলাকার শিক্ষিত যুবক যুবতীকে কাজে লাগলেন। পাশাপাশি সীমান্তের তারকাটা লোহার এলাকায় ছোট ছোট মৌমাছি বাক্স লাগালেন। তাতে মৌমাছি পোষা আরম্ভ করলেন। মৌমাছি পাহারা দিচ্ছে তারকাটা এলাকা।

অনুপ্রবেশকারীরা প্রবেশের চেষ্টা করলেই মৌমাছি তাড়া করবে। আর এতে মৌমাছি থেকে মধু সংগ্রহ করে, আর মেডিসিন গাছ এলাকার গ্রামবাসী বিক্রি করে আর্থিক উন্নতি করবে। তাতে সীমান্ত সুরক্ষিত থাকবে। এলাকার মানুষও সুস্থ থাকবে। সেই লক্ষ্যে এই উদ্যোগ।

বিএসএফের সিও বলেন, সমস্ত সীমান্তে এই রকম উদ্দ্যোগ নিক। তাতে সীমান্ত সুরক্ষিত থাকবে। আয়ুস প্রকল্পের NEPO গ্রুপের এর চেয়ারম্যান অভিজিৎ ঘোষ বলেন, দায়িত্ব নিয়ে এই কাজ চলছে। ভালো ফলও পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার এর খরচে এই উদ্যোগ ভারতে প্রথম কাদিপুর সীমান্তে এই মৌমাচি পালন শুরু হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.