ফণীর প্রভাবে বাতিল হাওড়া-পুরীগামী ট্রেন, অভিযোগ টিকিট বাতিলে কেটে নেওয়া হচ্ছে ১২০টাকা

সুপার সাইক্লোন "ফণী"র আশঙ্কায় পুরী থেকে সব পর্যটককে সরিয়ে দেওয়া হয়েছে। হাওড়া থেকে পুরী যওয়ার জগন্নাথ ও পুরী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। 

Updated By: May 2, 2019, 11:20 AM IST
 ফণীর প্রভাবে বাতিল হাওড়া-পুরীগামী ট্রেন, অভিযোগ টিকিট বাতিলে কেটে নেওয়া হচ্ছে ১২০টাকা

নিজস্ব প্রতিবেদন: ফণীর কারণে পুরী যাওয়ার ট্রেন বাতিল। কিন্তু টিকিটের পয়সা ফেরত নিতে গেলে ১২০টাকা করে কেটে নিচ্ছে রেল। এই অভিযোগে হাওড়ার শেওড়াফুলি রিজার্ভেশন কাউন্টারে বিক্ষোভ যাত্রীদের। 

সুপার সাইক্লোন "ফণী"র আশঙ্কায় পুরী থেকে সব পর্যটককে সরিয়ে দেওয়া হয়েছে। হাওড়া থেকে পুরী যওয়ার জগন্নাথ ও পুরী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। যে সব যাত্রীদের এই সময় পুরীর টিকিট কাটা ছিল তাঁরা বৃহস্পতিবার শেওড়াফুলি রিজার্ভেশন কাউন্টারে টিকিট ফেরত দিতে যান। 

ধেয়ে আসছে ভয়ঙ্করতম ঝড় 'ফণী', দিঘা-সহ রাজ্যের সমুদ্র পর্যটনকেন্দ্রগুলিতে চূড়ান্ত সতর্কতা
 প্রতি টিকিটে ১২০ টাকা করে কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। শ্রীরামপুর ছোটোবেলুর বাসিন্দা এক যাত্রীর ১২০০ টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ। ট্রেন বাতিল রেল দফতরের সিদ্ধান্ত তাহলে যাত্রীদের টাকা কেন কাটা হবে,এর প্রতিবাদে টিকিট কাউন্টারে বিক্ষোভ চলতে থাকে। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

.