শুরু হল প্রাইমারি টেট-এ ফর্ম ফিল আপ, জেনে নিন নতুন নিয়ম

এবার প্রশিক্ষণরত প্রার্থীদের জন্য বিশেষ সু‌যোগ

Updated By: Nov 15, 2017, 11:14 AM IST
শুরু হল প্রাইমারি টেট-এ ফর্ম ফিল আপ, জেনে নিন নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদন:  বুধবার থেকে শুরু হল প্রাইমারি টেট ২০১৭-র আবেদনপত্র গ্রহণ। অনলাইনে আবেদন করা ‌যাচ্ছে সকাল ১১টা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।

রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জারি এক বিজ্ঞপ্তিতে(দেখুন এখানে ক্লিক করে) বলা হয়েছে, এবার প্রশিক্ষিত প্রার্থীর পাশাপাশি আবেদন করতে পারবেন প্রশিক্ষণরতরাও। আবেদনকারী ‌যেকোনও এলিমেন্টারি টিচার্স ট্রেনিং কোর্সে ভর্তি হলেই আবেদন করতে পারবেন। আবেদন করা ‌যাবে www.wbbpe.org ও  www.wbsed.gov.in ওয়েবসাইটে গিয়ে। সাইটটি খুলে ক্লিক করতে হবে ‘ONLINE APPLICATION FOR TET-2017(PRIMARY) FOR PERSONS PURSUING ELEMENTARY TEACHER TRAINING COURSES.’ লিঙ্কে। এরপর প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

উল্লেখ্য, প্রশিক্ষণপ্রাপ্তদের পাশাপাশি প্রশিক্ষণরতরাও আবেদন করার সু‌যোগ পাওয়ায় এবার প্রাইমারি টেটে আরও বেশকিছু প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন। তবে কেবলমাত্র ২ বছরের প্রশিক্ষণ সম্পূর্ণ করা প্রার্থীদেরই যোগ্য বলে বিবেচনা করা হবে বলে জানিয়ে দিয়েছে সরকার।

আরও পড়ুন-নির্বাচনী প্রচারে বলা যাবে না 'পাপ্পু', নির্দেশিকা নির্বাচন কমিশনের

 

.