Train: কাটোয়া-ব্যান্ডেল শাখায় বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা

আপ ও ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন।

Updated By: Aug 29, 2023, 12:00 AM IST
Train: কাটোয়া-ব্যান্ডেল শাখায় বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা

বিধান সরকার: রেলপথে ভোগান্তি। ছিঁড়ে পড়ল ওভারহেড তার! কাটোয়া-ব্যান্ডেল শাখায় আপাতত বন্ধ পরিষেবা। আপ ও ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন। বিপাকে  যাত্রীরা।

আরও পড়ুন: Bhatpara shootout: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে গুলি! ফের শ্যুটআউট ভাটপাড়ায়

রেল সূত্রে খবর, ঘড়িতে তখন প্রায় ৯। রাতে ব্য়ান্ডেল ও বাঁশবেড়িয়া স্টেশনের কাছে ছিঁড়ে পড়ে ট্রেনের ওভারহেড তার! কোথায়? কাটোয়া রেল গেটের কাছে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায় রেললাইন। দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। শেষ খবর অনুযায়ী, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করছেন ইঞ্জিনিয়ারি ও রেলকর্মীরা।

এদিকে যে ওভারহেডটি তারটি ছিঁড়ে পড়েছে, সেটি তেত্রিশ হাজার ভোল্টের। ফলে গোটা এলাকাটিই কার্যত ইলেকট্রিফায়েড হয়ে গিয়েছিল। রাজ্য বিদ্যৎ দফতরের কর্মীদের এলাকাটিকে বিদ্যুৎবিচ্ছিন্ন করার পরে কাজ শুরু করেন রেলকর্মীরা।

আরও পড়ুন: Duttapukur Blast: কর্তব্যে গাফিলতি, দত্তপুকুরকাণ্ডে সাসপেন্ড ওসি, নজরে আইসি-ও!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.