Weather Update: ধেয়ে আসছে হামুন, ভারী বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা বিসর্জনের!
আজ সোমবার দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতায় মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল মঙ্গলবার এর পরিমাণ একটু বাড়বে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। কলকাতায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে আজ থেকে ২৫ তারিখ পর্যন্ত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গভীর নিম্নচাপের বর্তমান অবস্থান হচ্ছে দীঘা থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ৫১০ কিলোমিটার। এর মুভমেন্ট উত্তর ও উত্তর পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৬ ঘন্টায় এটি সাইক্লোনে পরিণত হয়ে বাংলাদেশের দিকে যাবে। ২৫ তারিখ সন্ধ্যার কাছাকাছি বাংলাদেশে উপকূলে আছড়ে পড়বে এই সাইক্লোন। এই সিস্টেমের প্রভাব দক্ষিণবঙ্গে সরাসরি না পড়বেনা।
আরও পড়ুন: LIVE: নবমীর দুপুরে বৃষ্টিতে ভাসল কলকাতা
আজ সোমবার দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতায় মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল মঙ্গলবার এর পরিমাণ একটু বাড়বে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। কলকাতায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে আজ থেকে ২৫ তারিখ পর্যন্ত।
আরও পড়ুন: Bengal Weather Update: ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ, আজ থেকে বাড়বে বৃষ্টি
২৫ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া অনেক উন্নত হবে। সোমবার উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের সব জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা এবং পরশু দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ এবং আগামীকাল মিলিয়ে হয়তো চার থেকে পাঁচ সেন্টিমিটার বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু জানিয়ছেন, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। উপকূলীয় এলাকায় সাভাবিকের তুলনায় বেশি জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)