WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই শুরু লিখনে দেওয়াল দখল শুরু!

 এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তাই তৃণমূলের শুধুমাত্র দলীয় প্রতীক এঁকেই চলছে দেওয়াল লিখন।

Updated By: Jun 9, 2023, 12:08 PM IST
WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই শুরু লিখনে দেওয়াল দখল শুরু!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রার্থী কারা এখনও ঠিক হয়নি। হুগলির দেবানন্দপুরে দেওয়াল লিখন শুরু তৃণমূলের। গতকালই রাজ্য নির্বাচন কমিশনের তরফে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। ভোটের দিন ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে শাসক দল। 

শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজ। শুক্রবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন শুরু করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হলুদপুল, কাজিডাঙা এলাকায় একাধিক জায়গায় দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এদিকে এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তাই তৃণমূলের শুধুমাত্র দলীয় প্রতীক এঁকেই চলছে দেওয়াল লিখন।

বিধায়ক জানান, বিরোধীরা মনোনয়ন করে নির্বাচনে লড়াই করলে বাধা দেওয়া হবে না। এমনই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতই কাজ হবে। ওদিকে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর রাতেই ভাঙরেরও বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা বা কর্মীরা দেওয়াল দখলের কাজ শুরু করে দেন। তারা দাবি করে যে, তাদের দখলের পঞ্চায়েত আবার দখলে আসবে। প্রচুর ভোটে তারা ভাঙরে জয়লাভ করবে। দেওয়াল লিখন শুরু করে দিয়েছে বিজেপিও।

অনুব্রতহীন জেলায় বিজেপির জোর কদমে দেয়াল লিখন শুরু। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই বীরভূমের অধিকাংশ জায়গাতে তৃণমূল কংগ্রেস দেয়াল লিখন শুরু করে দিয়েছে। অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের সাথে সাথে বিজেপিও কোমর বেঁধে লেগে পড়েছে দেওয়াল লিখনের কাজ করতে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার তরফে লাভপুর বিধানসভার লাভপুর ১ নাম্বার অঞ্চলের ২০৬ নম্বর বুথের গোবিন্দপুর গ্রামে বিজেপি দেয়াল লিখন শুরু করেছে।

আরও পড়ুন, Bengal Weather Update: বর্ষা চলে এল... ৪৮ ঘণ্টাতেই বৃষ্টি শুরু রাজ্যে!

Panchayat Election West Bengal: রাজ্যে পঞ্চায়েত ভোট ৮ জুলাই, একদফাতেই নির্বাচন! ফলাফল ১১-তে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.