Bengal Weather: অক্টোবরের শেষেই রাজ্যজুড়ে শীতের আমেজ? জেলায় জেলায় তাপমাত্রা কমার ইঙ্গিত
অক্টোবরের শেষে নামবে পারদ। নভেম্বরের শুরুতে আবার গরম বাড়বে। তাপমাত্রার ওঠানামা থাকবে আগামী কয়েক দিন। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ৩ ডিগ্রি তাপমাত্রা নেমে আবার ২ ডিগ্রি থেকে তাপমাত্রা কমবে আগামী ২-৩ দিনে। আবহাওয়ার খামখেয়ালীপনায় স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে লক্ষ্মীপুজোয় মনোরম পরিবেশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ কলকাতায়। কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু-তিন দিন রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
অয়ন ঘোষাল: অক্টোবরের শেষে নামবে পারদ। নভেম্বরের শুরুতে আবার গরম বাড়বে। তাপমাত্রার ওঠানামা থাকবে আগামী কয়েক দিন। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ৩ ডিগ্রি তাপমাত্রা নেমে আবার ২ ডিগ্রি থেকে তাপমাত্রা কমবে আগামী ২-৩ দিনে। আবহাওয়ার খামখেয়ালীপনায় স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে লক্ষ্মীপুজোয় মনোরম পরিবেশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ কলকাতায়। কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু-তিন দিন রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
জেলায় জেলায় শীতের আমেজ। মনোরম পরিবেশ শুষ্ক আবহাওয়া। পশ্চিমের জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে। আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে। হেমন্তের পরিবেশ রাজ্যে। ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় সকাল সন্ধ্যা শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ক্রমশই বাড়তে থাকবে। নভেম্বর মাসের শুরু থেকে ফের ক্রমশ বাড়বে তাপমাত্রা ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ক্রমশ শুকনো বাতাস জলীয়বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। শহর মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া। বেলা বাড়লে সামান্য গরম ও জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে। জলীয়বাষ্প ক্রমশ কমবে।
সোমবার পর্যন্ত শীতের আমেজ ক্রমশ বাড়বে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৩ থেকে ৯৪ শতাংশ।
আরও পড়ুন, Jalpaiguri: বাড়িতে চড়াও হয়ে প্রথমে প্রেমিককে মারধর, তারপর আত্মহত্য়ার চেষ্টা নাবালিকার!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)