Bengal Weather: লক্ষ্মীপুজোতেও ভাসবে বাংলা? জেনে নিন বৃষ্টি ও শীত-পড়া নিয়ে লেটেস্ট আপডেট...
Bengal Weather Update: আগামীকাল কার্নিভালের দিন পরিষ্কার থাকবে আকাশ। আবহাওয়া থাকবে শুষ্ক। পরের দিন লক্ষ্মীপুজো। সেদিনও পরিষ্কার থাকবে আকাশ। শুষ্ক থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গে আগামী ৭ দিন বৃষ্টি নেই।
অয়ন ঘোষাল: এল আবহাওয়া নিয়ে সুখবর। দিলেন আবহাওয়া-বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবারের বিকেলের আবহাওয়া সংক্রান্ত প্রেস মিটে তিনি জানান, আগামীকাল কার্নিভালের দিন পরিষ্কার থাকবে আকাশ। আবহাওয়া থাকবে শুষ্ক। এর পরের দিন লক্ষ্মীপুজো। সেদিনও পরিষ্কার থাকবে আকাশ। শুষ্ক থাকবে আবহাওয়া। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, দক্ষিণবঙ্গে আগামী ৭ দিন বৃষ্টি নেই। তবে কয়েকটি জেলায় মাঝে-মাঝে আংশিক মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গে পড়বে কিছুটা শীতও। আগামী ৭২ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির আশঙ্কা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। তবে আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটবে না বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Kojagori Lakshmi Puja: কোজাগরীর আবহে বাজারে ফিরছে লক্ষ্মীসরার মধুর স্মৃতি...
সকালের আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছিল, আগামী তিন-চার দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। বিশেষত পশ্চিমের জেলায় ভোরের দিকে উত্তরে হাওয়ার প্রভাব দেখা যাবে আজ, বৃহস্পতিবার রাতের পর থেকেই। রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ায় শীতের আমেজ অনুভূত হবে। যেটা একরকম শীতের আগমনীবার্তাই। জেলায় জেলায় মনোরম থাকবে পরিবেশ। শুষ্ক থাকবে আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচেও নামতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছিল।
সেই পূর্বাভাসেই ইঙ্গিত দেওয়া হয়েছিল-- মনে করা হচ্ছে, উত্তর ও দক্ষিণবঙ্গে দক্ষিণের উষ্ণ বাতাসের দিন শেষ। এবার বাতাস শুষ্ক হতে শুরু করেছে। জলীয়বাষ্পও ক্রমশ কমবে। ক্রমশ প্রভাব বিস্তার করবে উত্তর-পশ্চিম ও উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টি নেই। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তরে হওয়ায় শীত-শীত ভাব ছড়িয়ে দেবে পশ্চিমের জেলায়। উত্তরবঙ্গেও ইতিমধ্যেই শীতের আমেজ এসেছে।
আরও পড়ুন: Durga Puja 2023: মেঘনাদ, কুম্ভকর্ণের পর এবার দশানন! রাবণকাটা নাচে মত্ত মল্লভূম...
কলকাতায় প্রধানত পরিষ্কার তবে মাঝে মাঝ আংশিক মেঘলা আকাশ থাকবে। আরও ৪৮ ঘন্টা জলীয় বাষ্প থাকবে শহরে। রবিবার থেকে জলীয়বাষ্প ক্রমশ কমবে এবং শুষ্ক পরিস্থিতি তৈরি হবে। কলকাতাতেও আপাতত সাত দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়াই থাকবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)