Dakshin Dinajpur: যোনিতে সোনার বিস্কুট! পাচারের সময়ে ধরা পড়লেন, কে এই রহস্যময়ী?

Dakshin Dinajpur: হিলির হাড়িপুকুর এলাকায় যৌনাঙ্গে লুকিয়ে ৫১ লক্ষ টাকার সোনার বিস্কুট পাচারের সময় ধৃত এক ভারতীয় মহিলা। ঘটনায় চাঞ্চল্য ভারত-বাংলাদেশ সীমান্তে।

Updated By: May 21, 2024, 07:28 PM IST
Dakshin Dinajpur: যোনিতে সোনার বিস্কুট! পাচারের সময়ে ধরা পড়লেন, কে এই রহস্যময়ী?

শ্রীকান্ত ঠাকুর: ওপেন বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ৫১ লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট পাচার করার সময় এক ভারতীয় মহিলা পাচারকারীকে আটক করল বিএসএফ (BSF)। ঘটনায় চাঞ্চল্য আন্তর্জাতিক সীমান্তে। ধৃত ওই মহিলার নামও জানা গিয়েছে।

আরও পড়ুন: Hegra an Ancient City: আরবের হারিয়ে যাওয়া রহস্যনগরী কী ভাবে হঠাৎই ভেসে উঠল ২০০০ বছর পরে?

ধৃত ওই মহিলার বাড়ি হিলির হাড়িপুকুর এলাকায়। ৬১ নম্বর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা গতকাল, সোমবার বিকেলে যখন দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত হিলির উন্মুক্ত হাড়িপুকুর সীমান্তে, নজরদারি চালানোর সময়ে তাঁরা দেখতে পান ওই ভারতীয় মহিলা উন্মুক্ত সীমান্ত (Open Border) দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। বিএসএফে'র কীরকম সন্দেহ হওয়ায় জওয়ানরা মেটাল ডিটেকটর মাধ্যমে পরীক্ষা করেন। এবং তাঁর দেহে ধাতু জাতীয় কিছুর সন্ধান পান।

জেরার মুখে তারপর হিলির হাড়িপুকুরের বাসিন্দা ওই মহিলা স্বীকার করেন, তাঁর যৌনাঙ্গে সোনার বিস্কুট রয়েছে। এরপর একে একে ছ'টি সোনার বিস্কুট যৌনাঙ্গ থেকে বের করেন ওই মহিলা। ওই ছ'টি সোনার বিস্কুটের আনুমানিক বাজারমূল্য ৫১ লক্ষ ২১ হাজার ৮২৮ টাকা বলে বিএসএফ-সূত্রে জানা যায়। সোমবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষ করে ওই মহিলাকে হিলি শুল্ক দফতরের অপরাধদমন শাখার হাতে তুলে দিয়েছে বিএসএফ। পুরো ঘটনা খতিয়ে দেখছে ৬১ নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের জওয়ানরা।

আরও পড়ুন: WB Weather: রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণাবর্তের মেঘ, টানা ঝড়-বৃষ্টিতে দুর্ভোগ ঘনাবে দক্ষিণবঙ্গে

প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে হিলির ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হাড়িপুকুর এলাকায় জিন্নাত আলি মণ্ডল নামে এক যুবকের মলদ্বার থেকে ১ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার হয়েছিল। যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ৭৬ লক্ষ টাকা। পরপর দুটি সোনা পাচারের ঘটনায় বিএসএফের হাতে ধৃত দুই ভারতীয়ের ঘটনায় চাঞ্চল্য হিলির ভারত-বাংলাদেশ সীমান্তে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.