বলিউডের প্রথম সারির মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট।
অভিনেত্রীকে সাধারণত তাঁর বিলাসবহুল গাড়িতেই যাতায়াত করতে দেখা যায়।
তবে শনিবার সন্ধ্যায়, মুম্বইয়ের ট্রাফিক এড়াতে আলিয়া বাড়ি গেলেন অটোতে।
মুম্বইয়ের ট্রাফিক যে কি ভয়ানক হয়, তা কম-বেশি সবারই জানা। তাই সেই ট্রাফিক এড়াতেই এই পথ বেছে নিলেন অভিনেত্রী।
আলিয়ার অটোতে চাপার ভিডিয়ো মূহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
অভিনেত্রীর পরনে ছিল বেজ রঙের প্যান্ট এবং ডোরাকাটা শার্ট। এরই সঙ্গে একটি কালো মাস্কও পড়েছিলেন আলিয়া।
অনেকেই অভিনেত্রীকে 'ডাউন টু আর্থ' বলে প্রশংসা করেছেন। অনেকেই অভিনেত্রীকে 'ডাউন টু আর্থ' বলে প্রশংসা করেছেন।
তবে আলিয়াই প্রথম নন, অনেক সময়েই বহু তারকাদের অটো, রিকশা বা অন্য ধরনের পাবলিক ট্রান্সপোর্ট নিতে দেখা যায়।
আগামী দিনে, আলিয়াকে সঞ্জয় লীলা বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার' সহ কিছু উত্তেজনাপূর্ণ প্রকল্পে দেখা যাবে।