West Bengal Loksabha Election 2024: ভোটের মাঝেই 'বিজয়োৎসব'! আরামবাগে উড়ল সবুজ আবির...

গতবার আরামবাগে জিতেছিল তৃণমূলই। তবে যিনি প্রার্থী ছিলেন, সেই অপরূপা পোদ্দারকে টিকিট পাননি এবার। আরামবাগে ঘাসফুল শিবিরের প্রার্থী মিতালি বাগ। তাঁর  দাবি, '৪ তারিখ কেন, আমাদের ফল হয়ে গিয়েছে'। 

Updated By: May 20, 2024, 06:28 PM IST
West Bengal Loksabha Election 2024: ভোটের মাঝেই 'বিজয়োৎসব'! আরামবাগে উড়ল সবুজ আবির...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোট তখনও চলছে। 'বিজয়োৎসবে' মেতে উঠলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ। দলের কর্মী-সমর্থকদের সবুজ আবির খেললেন তিনি। বললেন, 'আমাদের ফল হয়ে গিয়েছে'।

আরও পড়ুন:  Locket Chatterjee: জমি হারাচ্ছেন লকেট? দিনভর বিক্ষোভ-ঘেরাওয়ে বিজেপি প্রার্থী!

ঘটনাটি ঠিক কী? প্রথম চার দফায় ভোট শেষ। আজ, সোমবার ছিল পঞ্চম দফা। ভোট হল আরামবাগ-সহ রাজ্যের ৭ আসনে। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর ও হুগলিতেও।

গতবার আরামবাগে জিতেছিল তৃণমূলই। তবে যিনি প্রার্থী ছিলেন, সেই অপরূপা পোদ্দারকে টিকিট পাননি এবার। আরামবাগে ঘাসফুল শিবিরের প্রার্থী মিতালি বাগ। ভোটের দিনেই আবির খেললেন কেন? তিনি বলেন,'বিরোধী প্রার্থী এত ভয় পেয়েছে যে, কাল রাত থেকে মারপিঠ শুরু করেছে। তারা আনাচে কানাচে বোমা মারছে। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী ব্যালটে বোমা ফাটিয়ে চমকে দিয়েছে'। 

এখনও ২ দফায় ভোট বাকি। ফল ঘোষণা ৪ জুন। আরামবাগের তৃণমূল প্রার্থীর অবশ্য দাবি, '৪ তারিখ কেন, আমাদের ফল হয়ে গিয়েছে। ফল যদি না-ই হত, তাহলে কেন্দ্রীয় বাহিনীকে কেন্দ্রীয় বাহিনীকে মহিলারা যখন ভোট দিতে যাচ্ছে.মারধর করত না।  এটা কী বিচার! ভোট পাচ্ছে না তো, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে চাপ তৈরি করছে'।

আরও পড়ুন:  Goghat: বাড়িতে বিভিন্ন দলের পোস্টার, ভাঙচুরের হুমকি, ছুটে এল ক্যুইক রেসপন্স টিম

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.