সানির সঙ্গেই সময় কাটাচ্ছেন আরবাজ? দেখুন

সংবাদ সংস্থা : মুক্তি পেল সানি লিওন এবং আরবাজ খান অভিনীত ‘তেরা ইন্তেজার’ সিনেমার ট্রেলার। প্রাক্তন পর্নস্টার সানির ওই সিনেমার ট্রেলার লঞ্চ হওয়ার পরই তা দর্শকদের নজর কাড়তে শুরু করেছে। কারণটা অবশ্যই সানি লিওন এবং আরবাজ খানের নয়া রসায়ন।

আরও পড়ুন : লাল পোশাকে সঙ্গে কে? শাহরুখ পুত্রের ছবি নিয়ে শোরগোল 

তবে বি টাউনের ক্রিটিকদের একাংশের মতে, সানি লিওন এবং আরবাজ খানের ওই সিনেমার ট্রেলার শুরু হওয়ার কয়েক মুহূর্ত পর থেকেই তা আকর্ষণ হারাতে শুরু করে। সানি এবং আরবাজের নয়া রসায়ন কি শেষ পর্যন্ত দাগ কাটতে পারবে না দর্শকদের মনে? সেটা অবশ্য সময়ই বলবে। তবে, সলমন-সোহেলের ‘টিউবলাইটের’ মত কি এই সিনেমাও কি শেষ পর্যন্ত আকর্ষণ হারাবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

তেরা ইন্তেজার-এ সানি লিওন এবং আরবাজ খানের পাশাপাশি রয়েছেন আর্য বব্বর এবং গওহর খানও।  

দেখুন ভিডিও..

English Title: 
Sunny Leone, Arbaaz Khan at 'Tera Intezaar' Trailer Launch
News Source: 
Home Title: 

সানির সঙ্গেই সময় কাটাচ্ছেন আরবাজ? দেখুন

সানির সঙ্গেই সময় কাটাচ্ছেন আরবাজ? দেখুন
Yes
Is Blog?: 
No