আসছে ‘হেট স্টোরি ৪’, ছবিতে উর্বশী রাউতেলাকে কেমন লাগছে দেখেছেন?

নিজস্ব প্রতিবেদন: খুব শীঘ্রই আসতে চলেছে বিশাল পাণ্ডিয়া পরিচালিত এবং টি-সিরিজ প্রযোজিত নতুন ছবি ‘হেট স্টোরি ৪’। এই ছবিতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম সমালোচক তরণ আদর্শ এই ছবিতে উর্বশী রাউতেলার ফার্স্ট লুক টুইট করেছেন। ছবিতে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে তাঁকে। দেখে নিন তরণ আদর্শের টুইট করা সেই ছবি।

 

‘হেট স্টোরি ৪’ ছবি দিয়ে প্রথমবার হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন পাঞ্জাবি অভিনেত্রী ইহানা ঢিলোঁ। পাশাপাশি অভিনেতা করণ ওয়াহির জন্যেও বেশ গুরুত্বপূর্ণ একটি ছবি হতে চলেছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, ২০১৮-এর ২ মার্চ মুক্তি পাবে ছবিটি।

শেষ হয়ে যাচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি ৯’, পরিবর্তে আসছে দু’টি নতুন সিরিয়াল

English Title: 
Urvashi rautela’s first look from hate story 4
News Source: 
Home Title: 

আসছে ‘হেট স্টোরি ৪’, ছবিতে উর্বশী রাউতেলাকে কেমন লাগছে দেখেছেন?

আসছে ‘হেট স্টোরি ৪’, ছবিতে উর্বশী রাউতেলাকে কেমন লাগছে দেখেছেন?
Yes
Is Blog?: 
No