আমেদাবাদ বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল দুটি বিমান!

ওয়েব ডেস্ক : অল্পের জন্য ব়ড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুটি বিমান। ঘটনাটি ঘটেছে আমেদাবাদ বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দুটি বিমানের যাত্রীরাই সুরক্ষিত রয়েছেন।

জানা গেছে, ইন্ডিগোর একটি বিমান রানওয়েতে নামার পরও সেখানে কিছু খরগোশকে চলে আসায় চালক সেটিকে ট্যাক্সি ট্র্যাকে নিয়ে যেতে পারেননি। ফলে, বিমানটির কিছুটা অংশ রানওয়ের ওপরই থেকে যায়। ঠিক সেই সময় স্পাইসজেটের একটি বিমান টেকঅফ করার জন্য কার্যত শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল। হঠাত্‍ই গোটা বিষয়টি ATC-র চোখে পড়ে। সঙ্গে সঙ্গে স্পাইসজেটের বিমানের টেকঅফ আটকে দেওয়া হয়।

আরও পড়ুন- মুম্বাইয়ে কড়া টক্কর, মহারাষ্ট্রের বাকি ৯ টি পুরসভার ৮ টিতেই জয়ী বিজেপি

স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে, আমেদাবাদ থেকে দিল্লি যাচ্ছিল তাদের বিমানটি। যাত্রী ছিলেন ১৪২ জন। তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন। যদিও ইন্ডিগো কর্তৃপক্ষের দাবি, বিমানে কোনও ত্রুটি ছিল না। শুধুমাত্র খরগোশগুলিকে বাঁচাতেই এই কাজ করা হয়। গোটা ঘটনার একটি তদন্ত শুরু হয়েছে।

English Title: 
Two planes averted major accident at Ahmedabad airport
News Source: 
Home Title: 

আমেদাবাদ বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল দুটি বিমান!

আমেদাবাদ বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল দুটি বিমান!
Caption: 
ছবিটি প্রতীকী
Yes
Is Blog?: 
No
Section: