চম্পাহাটি বাজি কারখানায় বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে আগুন

নিজস্ব প্রতিবেদন: চম্পাহাটির বাজি কারখানায় বড়সড় আগুন। দূর থেকে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে আগুন। কুণ্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া। যাঁরা বাজি কিনতে এসেছেন তাঁরা দূরে দাঁড়িয়ে রয়েছেন। এলাকায় কাউকে ঢুকতে  দেওয়া হচ্ছে না। চম্পাহাটির বাজি কারখানায় মজুত থাকা বাজিতে আগুন।

দীপাবলির আগে কারখানায় আগুন লাগায় ক্ষতি কয়েক লক্ষ টাকা। চম্পাহাটির বাজি কারখানা থেকে রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় বাজি সরবরাহ করা হয়।  সকাল থেকে কারখানায় বাজি তৈরির শেষ লগ্নের কাজ শুরু হয়ে গিয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন।

পুলিস সূত্রে জানা যাচ্ছে, আতশবাজি তৈরি আড়ালে চলত চকলেট বোমা তৈরি। এটা নিষিদ্ধ বাজি বলেই প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। এখানে উদ্ধার হয়েছে একাধিক চকলেট বোমা তৈরির বাক্স এবং সেইসঙ্গে স্টিকার।  হাওড়া বালির বুড়িমার নামকরণ করা হয়েছে। বুড়িমার চকলেট ক্র্যাকার্স লেখা একাধিক স্টিকার ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে। বিস্ফোরণের মাত্রা বেড়ে যাবার পিছনে চকলেট বোমা অনেকটাই অক্সিজেন যুগিয়েছে বলে মনে করছেন দমকল আধিকারিকেরা।

 

English Title: 
champahati fire crackers blast westbengal news
News Source: 
Home Title: 

চম্পাহাটি বাজি কারখানায় বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে আগুন

চম্পাহাটি বাজি কারখানায় বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে আগুন
Yes
Is Blog?: 
No
Section: