রঙ বরসে

হোলি সেলিব্রেশনের জন্য এটি এভারগ্রিন গান। 'সিলসিলা' ছবিতে অমিতাভ বচ্চন এই গানটি নিজে গেয়েছিলেন। তারপর থেকেই এটি হোলি অ্যান্থেমে পরিণত হয়েছে।

আজ না ছোড়েঙ্গে

রাজেশ খান্নার 'কাটি পতাং'-এর এটি এভারগ্রিন গান। গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

হোলি কে দিন দিল খিল জাতে হে

'শোলে' ছবির এই গানটি হল আরেকটি ক্লাসিক গান। কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর জুটি এই গানটি গেয়েছেন।

ডু মি আ ফেভার- লেটস প্লে হোলি

রঙের উৎসব পালনের জন্য আদর্শ হল এই গান। 'ওয়াক্ত' ছবির এই গান।

অঙ্গ সে অঙ্গ লাগানা

'ডর' সিনেমার জনপ্রিয় হোলি গান হল এটি।

হোলি খেলে রঘুবীরা

'বাগবান' ছবির এই গানটি খুবই জনপ্রিয়। হোলি সেলিব্রেশনে এই গানটি শোনেনি এমন কেউ মনে হয় নেই।

বলম পিচকারি

'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির এই গান তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়।

বদ্রী কি দুলহানিয়া

হোলির জন্য এই গান একেবারেই পারফেক্ট।

জয় জয় শিব শংকর

হৃতিক-টাইগারের জুটির এই গান খুবই জনপ্রিয়। 'ওয়ার' ছবিতে এই গানে নাচতে দেখা গিয়েছে দুই অভিনেতাকে।

VIEW ALL

Read Next Story