Home Image: 
অভিষেক টেস্টে সেরা পৃথ্বি, এর আগে এই কীর্তি পাঁচ ভারতীয় ক্রিকেটারের
Domain: 
Bengali
Section: 
Home Title: 

অভিষেক টেস্টে সেরা পৃথ্বি, এর আগে এই কীর্তি পাঁচ ভারতীয় ক্রিকেটারের

English Title: 
Prithvi Shaw sixth Indian to win man-of-the-match on Test debut
Slide Photos: 
অভিষেক টেস্টে সেরা পৃথ্বি, এর আগে এই কীর্তি পাঁচ ভারতীয় ক্রিকেটারের

# ২০১৩ সালে ইডেন গার্ডেন্সে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই ৩০১ বলে ১৭৭ রান করে ম্যাচের সেরা হন রোহিত শর্মা।

অভিষেক টেস্টে সেরা পৃথ্বি, এর আগে এই কীর্তি পাঁচ ভারতীয় ক্রিকেটারের

# ২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকে ভারতীয় হিসেবে দ্রুততম (৮৫ বলে)শতরান করেন শিখর ধাওয়ান। অজিদের বিরুদ্ধে ১৭৪ বলে ১৮৭ রান করে ম্যাচের সেরা হন 'গব্বর'।

অভিষেক টেস্টে সেরা পৃথ্বি, এর আগে এই কীর্তি পাঁচ ভারতীয় ক্রিকেটারের

# ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ম্যাচে ১২৮ রানের বিনিময়ে ৯টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন রবিচন্দ্রন অশ্বিন।

অভিষেক টেস্টে সেরা পৃথ্বি, এর আগে এই কীর্তি পাঁচ ভারতীয় ক্রিকেটারের

# ২০০৬ সালে অভিষেক টেস্টে ম্যাচের সেরা হন বাঁ হাতি পেসার রুদ্র প্রতাপ সিং। ফয়সলাবাদে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৯ রানে ৪ উইকেট এবং ৭৫ রানে ১টি উইকেট নেন দ্বিতীয় ইনিংসে। (ছবি সৌজন্যে- বিসিসিআই)

অভিষেক টেস্টে সেরা পৃথ্বি, এর আগে এই কীর্তি পাঁচ ভারতীয় ক্রিকেটারের

# প্রথম ভারতীয় হিসেবে টেস্ট অভিষেকে ম্যাচের সেরা হন প্রবীন আমরে। ১৯৯২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক টেস্টে ২৯৯ বলে ১০৩ রান করেন।

অভিষেক টেস্টে সেরা পৃথ্বি, এর আগে এই কীর্তি পাঁচ ভারতীয় ক্রিকেটারের

# টেস্ট অভিষেকেই 'ম্যান অব দ্য ম্যাচ' হয়েছেন পৃথ্বি শ। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩৪ রানের ইনিংসের জন্য ম্যাচের সেরা হয়েছেন ১৮ বছর বয়সী পৃথ্বি। পৃথ্বিই ষষ্ঠ ভারতীয়, যিনি টেস্ট অভিষেকে ম্যাচের সেরা হলেন।

 

Authored By: 
Sukhendu Sarkar
Publish Later: 
No
Publish At: 
Sunday, October 7, 2018 - 16:04
Mobile Title: 
অভিষেক টেস্টে সেরা পৃথ্বি, এর আগে এই কীর্তি পাঁচ ভারতীয় ক্রিকেটারের