Sports News

Cristiano Ronaldo VS Rudi Garcia: ফের অশান্তি! এবার আল নাসেরের কোচের সঙ্গেও রোনাল্ডোর লেগে গেল?
রোনাল্ডো পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু খুব বেশি গোলের সুযোগ তিনি তৈরি করতে পারেননি। প্রথমার্ধে সহজ একটি সুযোগ পেলেও সেটা থেকে গোল করতে পারেননি। আর তাই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।

Novak Djokovic, Australian Open 2023: এক বছর আগের অপমান মনে রেখে ফের মেগা ফাইনালে জোকার, সামনে চিচিপাস
সেমি ফাইনালে প্রায় আড়াই ঘণ্টা লড়াই হল। ,টমি শুরুটা ভালো করলেও, জয়ের গন্ধ পেয়ে যাওয়া জোকোভিচের আর পারলেন না। একটা সময় টমিকেই খেলতে দিচ্ছিলেন।

ICC Women U19 T20 World Cup, INDW U19 vs NZW U19: ইতিহাস গড়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেফালির প্রমীলা বাহিনী
শ্বেতা ৪৫ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। মারলেন ১০টি চার। সৌম্যা ২২ রান করেন। অ্যানা ব্রোউনিংয়ের বলে বোল্ড হন সৌম্যা। তবে সৌম্যা আউট হলেও শ্বেতা শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

Cristiano Ronaldo: দুই ম্যাচে গোল নেই! আল নাসের সুপার কাপ থেকে বিদায় নিতেই কটাক্ষের শিকার রোনাল্ডো
বৃহস্পতিবার সৌদি সুপার কাপের সেমি ফাইনাল কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। ম্যাচের ১৫ মিনিটে গোল করে ইত্তিহাদিকে এগিয়ে দেন রোমারিনহো।

Ranji Trophy 2022-23: একরাশ লজ্জা! ফের ব্যর্থ ব্যাটিং-বোলিং, ওডিশার কাছে ইডেনে সাত উইকেটে হারল বাংলা
চোটের জন্য মাঠে নামতে পারেননি আকাশ দীপ। বাকিদের পারফরম্যান্স একেবারেই লেখার মতো নয়। একেবারে একদিনের ক্রিকেটের মেজাজে রান তুললেন বিপক্ষের ব্যাটাররা।

Axar Patel Marriage: এবার দ্বিতীয় ইনিংস শুরু করলেন অক্ষর প্যাটেল, পাত্রী কে? ভিডিয়ো হল ভাইরাল
অক্ষর এবং মেহার সম্পর্ক অনেক বছরের। কিন্তু সেটা প্রকাশ্যে আনতে অনেকটা সময় নিয়েছেন তিনি। গত বছর মেহার জন্মদিন ২০ জানুয়ারি বাগদানের দিনই প্রথম প্রকাশ্যে আনেন।

Sania Mirza, Australian Open 2023: বিদায়ী ম্যাচে রানার্স, ছেলে ইজহানের সামনেই কেঁদে ফেললেন সানিয়া, ভাইরাল ভিডিয়ো
Sania Mirza: বিদায় বেলায় অতি পরিচিত রড লেভার এরিয়ান কথা বলতে গিয়ে সানিয়ার গলা শুকিয়ে আসছিল। কান্নায় ভিজে গিয়েছিল তাঁর দুই চোখ।

Sania Mirza, Australian Open 2023: বিদায়ী ম্যাচে হার, সঙ্গী বোপান্নাকে নিয়ে মেগা ফাইনালে রানার্স টেনিস সুন্দরী
অস্ট্রেলিয়ান ওপেনে ৩৬ বছরের সানিয়া এর আগে ২০০৯ সালে মিক্সড ডাবলস জিতেছিলেন। সেটিই ছিল তাঁর প্রথম বড় ট্রফি।

ISL 2022-23: জঘন্য ডিফেন্স, ইকেরের হ্যাটট্রিকে আরও অন্ধকারে তলীয়ে গেল ইস্টবেঙ্গল
গত কয়েকটি ম্যাচের মতো এবারও 'ধারাবাহিকতা' বজায় রেখেছে লাল-হলুদের ডিফেন্স। ইকেরের আগ্রাসী ফুটবলের সামনে নতজানু হয়ে যায় লাল-হলুদের দুই বিদেশি ডিফেন্ডার।

Ranji Trophy 2022-23: ওডিশার বিরুদ্ধে লজার ফলো-অনের পরেও অভিমন্যু, মনোজের ব্যাটে লড়াইয়ে বাংলা
দ্বিতীয় ইনিংসে বিপক্ষের রান টপকে গিয়েছে বাংলা। যদিও ফের ব্যর্থ ওপেনার করণ লাল। এবারও তাঁকে ফেরালেন বসন্ত। যদিও দ্বিতীয় উইকেটে সুদীপকে সঙ্গে নিয়ে ৮২ রান যোগ করেন অভিমন্যু।

Ravindra Jadeja, Border Gavaskar Trophy 2022-23: চেনা চিপকে দারুণ কামব্যাক, অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে অজিদের মহড়া নিতে মরিয়া 'স্যর জাদেজা'
জাদেজার এমন পারফরম্যান্সের পর সৌরাষ্ট্রের টার্গেট দাঁড়াল ২৬৬ রানের। যদিও রান তাড়া করতে নেমে মাত্র ৪ রানে ১ উইকেট হারিয়েছে সৌরাষ্ট্র। শেষদিন কি ২০১৯-২০ মরসুমের চ্যাম্পিয়নরা কি বাকি ২৬২ রান তাড়া করতে

Mahendra Singh Dhoni, IND vs NZ: হঠাৎ টিম ইন্ডিয়ার সাজঘরে সবার প্রিয় 'মাহি ভাই!' তারপর কী হল? ভাইরাল ভিডিয়ো দেখুন
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই ফরম্যাটের দায়িত্ব সামলাচ্ছেন হার্দিক। বৃষ্টি বিঘ্নিত টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। এরপর নতুন এই একই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা

Hardik Pandya and Rahul Dravid: ফের চোটের জন্য ছিটকে যাওয়া! কোন ওপেনারের উপর বেজায় চটলেন হার্দিক-দ্রাবিড়!
জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত একটি একদিনের ম্যাচ ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন ২৫ বছরের এই ওপেনার। গত বছর ৬ অক্টোবর তাঁকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার খেলতে দেখা গিয়েছিল।

Babar Azam and Ben Stokes: কোন বড় স্বীকৃতি পেলেন বাবর আজম-বেন স্টোকস? জেনে নিন
২০২২ সালে তিন ফরম্যাট মিলিয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচে বাবর ২৫৯৮ রান করেছেন। গড় ৫৪.১২। সঙ্গে রয়েছে ৮টি শতরান ও ১৫টি অর্ধ শতরান করেছেন।

Sourav Ganguly, ICC World Cup 2023: কোন ছকে খেললে বিশ্বকাপ জয় সম্ভব? রোহিতের টিম ইন্ডিয়াকে রাস্তা দেখালেন সৌরভ
দেশ হোক বা বিদেশ, সরস্বতী পুজোর দিন সৌরভের ঠিকানা একটাই। সেটা হল স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষা মঞ্জরী। নিজের পাড়ায় মহারাজ সময় কাটান এই দিনে। এবারও সেটার ব্য়তিক্রম হল না।