ভূমেন্দ্র গুহ
আকাট কালা বেঠোফেন
ভয়াবহ সব জিনিস ঘ'টে যেতে থাকবে
আমাদের সর্বাঙ্গ ঘিরে, চার-দিক ঘিরে, তা হলেও
পরস্পরকে আমরা জড়িয়ে ধ'রে থাকব শক্ত ক'রে
সে-সব জিনিস এড়িয়ে যেতে চেয়ে, তা হলেও
অন্য কোথাও অণু-পরমাণু বিদীর্ণ হয়ে যাচ্ছে ব'লে
নক্ষত্রেরা দুমদাম দূরে কোথাও ফেটে যাচ্ছে ব'লে
আমাদের নিশ্চিন্ত থাকতে আটকাচ্ছে না, কোনও
ফলাফল আমাদের জানতে হয় না, বাস্তবিকই তারা
ঘটছে কী না, ঘটলে কী ভাবে-যে ঘটছে, জানি না
ব'লেই বাস্তবিক নির্ভেজাল এবং কালা হয়ে থাকি
আকাট কালা বেঠোফেন যা শুনেছিলেন, শুনি না
আকাট কালা বেঠোফেন
ভয়াবহ সব জিনিস ঘ'টে যেতে থাকবে
আমাদের সর্বাঙ্গ ঘিরে, চার-দিক ঘিরে, তা হলেও
পরস্পরকে আমরা জড়িয়ে ধ'রে থাকব শক্ত ক'রে
সে-সব জিনিস এড়িয়ে যেতে চেয়ে, তা হলেও
অন্য কোথাও অণু-পরমাণু বিদীর্ণ হয়ে যাচ্ছে ব'লে
নক্ষত্রেরা দুমদাম দূরে কোথাও ফেটে যাচ্ছে ব'লে
আমাদের নিশ্চিন্ত থাকতে আটকাচ্ছে না, কোনও
ফলাফল আমাদের জানতে হয় না, বাস্তবিকই তারা
ঘটছে কী না, ঘটলে কী ভাবে-যে ঘটছে, জানি না
ব'লেই বাস্তবিক নির্ভেজাল এবং কালা হয়ে থাকি
আকাট কালা বেঠোফেন যা শুনেছিলেন, শুনি না
দেবারতি মিত্র
লুকোনো জানলা
ঐ সাদা বাড়িটার জানলার কাচ রোদ পড়ে
অশ্রুর মতন অল্প চকচক করছে বিকেলে।
আমার দুঃখ আমি বলি না কারোকে,
আমার সুখও আমি বলি না কারোকে।
ছেলেবেলাকার ঢিমে উনুনে বসানো দুধ ঘন হচ্ছে
এমন আলগা রঙ মেঘেদের।
না, অত বাস্তব নয়,
ফেলে আসা স্বপ্ন, হাসি, দীর্ঘশ্বাস, ভয়।
তোমারও কি কথা নেই, আপনার নেই?
ঐ যে মহিলা চুপিসাড়ে চলে গেল রাস্তার দিকে,
ও কাকে দেখতে চায়, কার মুখে খোঁজে
কিশোরবেলার সেই লজ্জা, ব্রণ, বিদ্রোহের দাগ-
আজ হাস্যকর তবু তীব্র গোপনীয়।
আর বৃদ্ধ ভদ্রলোক ছাদে উঠে যেন
কয়েকটি ফুলগাছ ঠিকঠাক করে,
এটা একবার দেখে, ওটাকে সরায়।
হাতড়ায় মণিরত্ন,
কী যে এত ঢাকে, একমাত্র সন্তানের দোষ
কিংবা নিজের সন্তাপ।
আমার দুঃখ আমি বলব না,
আমার সুখও আমি বলব না।
আপনি কি বলেন, তুমি বল?
লুকোনো জানলা
ঐ সাদা বাড়িটার জানলার কাচ রোদ পড়ে
অশ্রুর মতন অল্প চকচক করছে বিকেলে।
আমার দুঃখ আমি বলি না কারোকে,
আমার সুখও আমি বলি না কারোকে।
ছেলেবেলাকার ঢিমে উনুনে বসানো দুধ ঘন হচ্ছে
এমন আলগা রঙ মেঘেদের।
না, অত বাস্তব নয়,
ফেলে আসা স্বপ্ন, হাসি, দীর্ঘশ্বাস, ভয়।
তোমারও কি কথা নেই, আপনার নেই?
ঐ যে মহিলা চুপিসাড়ে চলে গেল রাস্তার দিকে,
ও কাকে দেখতে চায়, কার মুখে খোঁজে
কিশোরবেলার সেই লজ্জা, ব্রণ, বিদ্রোহের দাগ-
আজ হাস্যকর তবু তীব্র গোপনীয়।
আর বৃদ্ধ ভদ্রলোক ছাদে উঠে যেন
কয়েকটি ফুলগাছ ঠিকঠাক করে,
এটা একবার দেখে, ওটাকে সরায়।
হাতড়ায় মণিরত্ন,
কী যে এত ঢাকে, একমাত্র সন্তানের দোষ
কিংবা নিজের সন্তাপ।
আমার দুঃখ আমি বলব না,
আমার সুখও আমি বলব না।
আপনি কি বলেন, তুমি বল?