ভ্যালেন্সিয়া বধে জোড়া নজির রিয়ালের দুই ফরাসি তারকার, মাইলস্টোন ছুঁলেন জিদান-বেনজেমা

নিজস্ব প্রতিবেদন: লা লিগায় রিয়াল মাদ্রিদের দুরন্ত জয়। ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারাল তারা। আর এই জয়ে জোড়া নজির গড়লেন রিয়ালের দুই ফরাসি তারকা। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে কিংবদন্তি পুসকাসকে ছাপিয়ে গেলেন করিম বেনজেমা। এই জয়ের সঙ্গে সঙ্গে ভিসেন্তে দেল বস্কিকে ছুঁয়ে ফেললেন কোচ জিনেদিন জিদান।

বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেন করিম বেনজেমা। রিয়ালের জার্সিতে ২৪৩ গোল করে ফেললেন এই ফরাসি স্ট্রাইকার। এই মুহুর্তে রিয়ালের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা বেনজেমা। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ২৪২ গোল করেছিলেন পুসকাস।

বৃহস্পতিবার রাতে লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। এই জয়ের সঙ্গে দেল প্রাক্তন রিয়াল কোচ ভিসেন্তে দেল বস্কিকে ছুঁয়ে ফেললেন জিনেদিন জিদান। রিয়ালের ইতিহাসে জয়ের নিরিখে এই মুহুর্তে দ্বিতীয় সফল কোচ ফরাসি জিদান। ১৩৩ জয় তাঁর নামের পাশে। রিয়াল কোচ হিসাবে সমসংখ্যক জয় পেয়েছিলেন স্পেনের কিংবদন্তি কোচ দেল বস্কি। জিদানের সামনে শুধু মিগুয়েল মুনোজ।

 

 

বৃহস্পতিবার রাতে রিয়ালের তিনটে গোলই হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচে করা বেনজামার দ্বিতীয় গোলটি এবারের লা লিগার অন্যতম সেরা গোল। ডান পায়ে বল রিসিভ করে বাঁ পায়ের দুরন্ত ভলিতে গোল করেন ফরাসি তারকা। অবিশ্বাস্য গোলের পর ডাগআউটে দাঁড়িয়ে কুর্নিশ জানান খোদ জিদান। প্রায় এক বছর পর মাঠে কামব্যাক করে গোল পান অ্যাসেন্সিও। মাঠে নামার ৩১ সেকেন্ডের মধ্যে গোল করেন ২৪ বছর বয়সী রিয়ালের এই ফুটবলার। লা লিগায় বড় ব্যবধানে জিতে লিগ শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমান রিয়াল।

আরও পড়ুন -IPL-এর টাইটেল স্পনসর চিনা সংস্থা, কী সিদ্ধান্ত নেবে BCCI?

English Title: 
Benzema & Zidane hit major Real milestones
News Source: 
Home Title: 

ভ্যালেন্সিয়া বধে জোড়া নজির রিয়ালের দুই ফরাসি তারকার, মাইলস্টোন ছুঁলেন জিদান-বেনজেমা

ভ্যালেন্সিয়া বধে জোড়া নজির রিয়ালের দুই ফরাসি তারকার, মাইলস্টোন ছুঁলেন জিদান-বেনজেমা
Yes
Is Blog?: 
No
Section: