বীরভূমে আসা পর্যটকদের করা হচ্ছে Rapid Test, করোনা ধরা পড়লেই সোজা আইসোলেশন

নিজস্ব প্রতিবেদন: করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই বীরভূমে ভীড় জমাচ্ছেন পর্যটকরা। তারাপীঠ, শান্তিনিকেতন, খোয়াই হাট সব জায়গাতেই দেখা যাচ্ছে পর্যটকদের। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সংক্রমণ রুখতে কোনও ফাঁক রাখতে রাজি নয় জেলা প্রশাসন।

আরও পড়ুন-বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির; এমন দলদাস স্পিকার দেখিনি: Suvendu

জেলা প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, বীরভূমে(Birbhum) বেড়াতে আসা পর্যটকদের Rapid Test করা হবে। এতে করোনা ধরা পড়লেই যেতে হবে আইসোলেশনে।

আরও পড়ুন-বিনা অ্যাপয়েন্টমেন্টে তুষার মেহতার বাড়িতে ঢোকার চেষ্টা কুণাল ঘোষের

জেলা প্রশাসনের তরফে নোটিস দিয়ে জানানো হয়েছে, তারাপীঠ, শান্তিনিকেতন সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফে করোনা টেস্টের জন্য কিয়স্ক তৈরি করা হয়েছে। সেখানেই পর্যটকদের Rapid Test করা হচ্ছে। এমন সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ।

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
Tourist in Birbhum have to go through Rapid Antigen Test
News Source: 
Home Title: 

বীরভূমে আসা পর্যটকদের করা হচ্ছে Rapid Test, করোনা ধরা পড়লেই সোজা আইসোলেশন

বীরভূমে আসা পর্যটকদের করা হচ্ছে Rapid Test, করোনা ধরা পড়লেই সোজা আইসোলেশন
Yes
Is Blog?: 
No
Section: