ভিকি কৌশল

১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত সিনেমা ‘সাম বাহাদুর’। সেখানে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে।

শাহরুখ খান

‘জব তক হে জান’ সিনেমায় ভারতীয় সেনার চরিত্রে দেখতে পাওয়া গেছিল শাহরুখ খান-কে। যেকোনও চরিত্রি সুন্দর ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে তিনি সক্ষম।

সিদ্ধার্ত মালহোত্রা

মনে করা হয় ‘শেরশাহ’ এখনও অবধি সিদ্ধার্থের সেরা ছবি। এই সিনেমায় বিক্রম বাত্রার চরিত্রে দেখতে পাও গেছিল তাঁকে।

ভিকি কৌশল

‘সাম বাহাদুর’-এর আগে ‘উরি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় বারতীয় সেনার চরিত্রে দেখতে পাওয়া গেছিল তাঁকে। এই সিনেমাতেই তিনি সকলের নজর কেড়েছিলেন।

হৃত্বিক রোশন

‘লক্ষ্য’ সিনেমায় একই চরিত্রের বিভিন্ন রুপ ফুটিয়ে তুলেছিলেন তিনি। সেখানেই তাঁকে দেখতে পাওয়া গেছিল সেনার চরিত্রে।

অক্ষয় কুমার

‘হলিডে-এ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ সিনেমায় অক্ষয়কে আর্মির চরিত্রে দেখতে পাওয়া গেছিল। অন্যান্য় সিনেমার মতো এই সিনেমাতেও তাঁর অভিনয় চোখে পড়ার মতো।

সানি দেওল

সানি দেওলকে ‘বর্ডার’ সিনেমায় ভারতীয় সেনাার দেখতে পাওয়া গেছিল। সিনেমাটি পুরোনো হলেও তাঁর অভিনয় সকলের মনে রয়ে গেছে।

জন আব্রাহাম

‘পারমানু: দ্য স্টোরি অফ কার্গিল’ সিনেমায় জন আব্রাহামকে আমরা আর্মি অফিসারের ভূমিকায় দেখতে পাওয়া গেছিল।

অমিতাভ বচ্চন

‘লক্ষ্য’ সিনেমায় হৃত্বিকের পাশাপাশি আর্মি অফিসারের ভূমিকায় নজর কেড়েছিলেন অমিতাভ বচ্চনও।

VIEW ALL

Read Next Story