শাহরুখ খান

মেয়ে সুহানা খান-এর এটি প্রথম সিনেমা। মেয়ের পাশে থাকতে সপরিবারে হাজির হয়েছিলেন কিং খান।

জাহ্নবী কাপুর

অভিনেত্রী শ্রীদেবীর বড় কন্যা সিনেমা জগতে পা রেখেছেন বেশ কিছু বছর হল। এবার পালা তাঁর ছোট কন্যা খুশির। বোনেরর পাশে দাঁরাতে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর।

ক্যাটরিনা কাইফ

কালো পোশাক, হাল্কা সাজে সকলের নজর কেড়েছে এই বলি অভিনেত্রী।

রণবীর কাপুর

‘অ্যানিমাল’ সিনেমার সাফল্য়ের পর, এবার মা নীতু কাপুরের সঙ্গে এই অভিনেতাকে দেখতে পাওয়া গেল ‘দ্য আর্চিস’-এর স্ক্রিনিংয়ে।

বচ্চন পরিবার

সমস্ত জল্পনাকে দূরে সরিয়ে আবারও একসঙ্গে দেখতে পাওয়া গেল গোটা বচ্চন পরিবারকে।

ওরি

এখন সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি আলোড়ন ফেলেছে ওড়ি। প্রায় সব স্টার কিডদেরই প্রিয় বন্ধু সে।

আয়ুষ্মান খুরানা

স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে ‘দ্য আর্চিস’-এর স্পেশাল স্ক্রিনিং-এ দেখতে পাওয়া গেল বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকেও।

রণবীর সিং

সবসময়ের মতো এখানেও নিজের পোশাকের বৈচিত্রের কারণে সকলের নজর কাড়লেন রণবীর সিং।

অনন্যা পান্ডে এবং আদিত্য রয় কাপুর

সাম্প্রতিক সময়ের সবথেকে বেশি কথা হচ্ছে এই দুই তারকার সম্পর্ক নিয়ে। একসঙ্গে না হলেও, তাদেরকেও দেখা গেল এই স্পেশাল স্ক্রিনিং-এ।

রেখা

নিওন গ্রিন রঙের শাড়িতে ‘দ্য আর্চিস’-এর স্পেশাল স্ক্রিনিং-এ সকলের নজর কাড়লেন এই অভিনেত্রীও।

VIEW ALL

Read Next Story