আয়রা খান

বুধবার রাতে সোশাল মিডিয়াতে নিজের প্রাক বিবাহ, অর্থাৎ বিয়ের আগের অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন আমির কন্যা আয়রা খান।

Soumita Mukherjee
Nov 08,2023

বিয়ের তারিখ

আগামী বছরের শুরুতেই তাঁর বিয়ে নূপুর শিখরের সঙ্গে। বিয়ের তারিখ ৩ জানুয়ারি।

শাড়ি আর ফুলের গয়না

ছবিতে আয়রা-কে লাল শাড়ি আর ফুলের গয়না পরে সাজতে দেখা যাচ্ছে। নূপুরের পরনে ছিল হলুদ পাঞ্জাবি।

প্রথম আলাপ

নূপুর শিখর আসলে আমির খানের ফিটনেস কোচ। ২০২০ সালে লকডাউনের সময় আমির খানের বাগান বাড়িতে আলাপ হয় তাঁর আর আয়রার।

প্রাক্তন স্ত্রী

পোস্টে দেখতে পাওয়া গেছে আয়রার মা, অর্থাৎ আমির খানের প্রাক্তন স্ত্রী রীনা দত্তকেও।

বাগদান পর্ব

২৬ বছর বয়সী এই তারকা কন্যা ২০২২ সালের ১৮ নভেম্বর, এই ফিটনেস ট্রেনারের সঙ্গে বাগদান পর্ব সারেন।

লাল গাউনে

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের বহু জনপ্রিয় মুখ। লাল গাউনে আয়রাকে লাগছিল অনবদ্য।

প্রেমের সম্পর্ক

এর আগেও বহু বার সোশাল মিডিয়াতে তাঁদের প্রেমের সম্পর্ক চাক্ষুস করেছে অনুরাগীরা। কখনও দীপাবলি কাটাতে আবার কখনও বা মজার ছলে।

কেলভান

গত ৬ নভেম্বর আয়রা তাঁর সোশাল মিডিয়াতে ছবি পোস্ট করে লিখেছেন, ‘কেলভান টু! উখানা টু! আই লাভ হিম সো সো মাচ’, কেলভান আসলে তাঁদের এক অনুষ্ঠানের নাম।

VIEW ALL

Read Next Story