ভাঙা হাতেই কানে ঐশ্বর্য

৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে বাজিমাত ঐশ্বর্য রাই বচ্চনের।

ভাঙা হাতেই কানে ঐশ্বর্য

ভাঙা হাত নিয়েই হাঁটলেন কানসের রেড কার্পেটে।

ভাঙা হাতেই কানে ঐশ্বর্য

বচ্চনবধূর পেশাদারিত্বকে কুর্নিশ মুগ্ধ ভক্তদের।

ভাঙা হাতেই কানে ঐশ্বর্য

রেড কার্পেটে অভিনেত্রী হাঁটলেন ফাল্গুনি-শেন পিককের কালো-সোনালি গাউন পরে।

ভাঙা হাতেই কানে ঐশ্বর্য

ঐশ্বর্যকে ফ্রান্সিস ফোর্ড কপোলার ফিল্ম মেগালোপোলিসের প্রিমিয়ারে লাল কার্পেটে হাঁটতে দেখা গেল।

ভাঙা হাতেই কানে ঐশ্বর্য

ঐশ্বর্যর পোশাকে অন্যমাত্রা যোগ করেছে তাঁর সাদা রঙা ফোলা স্লিভস।

ভাঙা হাতেই কানে ঐশ্বর্য

হাতে চোট নিয়েই রেড কার্পেটে যান অভিনেত্রী, সঙ্গে ছিলেন আরাধ্যা।

ভাঙা হাতেই কানে ঐশ্বর্য

তবে স্ত্রীয়ের পাশে দেখা গেল না অভিষেক বচ্চনকে।

ভাঙা হাতেই কানে ঐশ্বর্য

প্লাস্টার বাঁধা ডান হাত নিয়েই চলচ্চিত্র উৎসবে পৌঁছেছেন ঐশ্বর্য।

VIEW ALL

Read Next Story