স্বামীর মুখ

দীপিকার পর এবার নিজের স্বামীর সিনেমার প্রিমিয়ারে, স্বামীর মুখ আঁকা পোশাক পরে হাজির হলেন আলিয়া ভাট।

স্পেশাল স্ক্রিনিং

বৃহস্পতিবার ছিল রণবীর কাপুর অভিনীত নতুন সিনেমা ‘অ্য়ানিমাল’-এর স্পেশাল স্ক্রিনিং। সেখানেই আলিয়াকে রণবীরের মুখ আঁকা টি-শার্ট পরে দেখতে পাওয়া যায় তাঁকে।

ডেনিম জ্যাকেট

এর আগে দীপিকা পাড়ুকোণকে রণবীর সিং-এর মুখ আঁকা ডেনিম জ্যাকেট পরে দেখতে পাওয়া গেছিল।

সিনেমার প্রিমিয়ার

রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রিমিয়ারে দীপিকাকে এই পোশাকে দেখতে পাওয়া গেছিল।

পাশে দাঁরাতে

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রিমিয়ারে রনবীর কাপুরও তাঁর স্ত্রীর পাশে দাঁরাতে সেই সিনেমার নাম লেখা একটি পোশাকে উপস্থিত হয়েছিলেন।

খলনায়ক

বৃহস্পতি বার ‘অ্য়ানিমাল’-এর স্পেশাল স্ক্রিনিং-এ রণবীরের পাশাপাশি দেখতে পাওয়া গেছিল এই ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দানা এবং খলনায়ক ববি দেওলও।

কলাকুশলী

পাশাপাশি দেখতে পাওয়া যায় সিনেমার বাকি কলাকুশলীদেরও। উপস্থিত ছিলেন অনিল কাপুর, তৃপ্তি দামরি এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গাও।

নীতু কাপুর

আলিয়ার পাশাপাশি, রণবীরের পাশে থাকতে সেখানে উপস্থিত হয়েছিলেন রণবীরের মা নীতু কাপুরও।

পরিবার

পাশাপাশি দেখতে পাওয়া গেছিল আলিয়ার পরিবারের লোকেদেরও। এসেছিলেন মহেশ ভাট, শাহিন ভাট এবং সোনি রাজদান।

VIEW ALL

Read Next Story