অন্ধ্রপ্রদেশ

বঙ্গোপসাগরে তৈরী হয়েছে সাইক্লোন মিগজাউম। ইতিমধ্যেই তা আছড়ে পড়েছে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে।

SUDESHNA PAUL
Dec 05,2023

মছলিপতনম

অন্ধ্রপ্রদেশের নেলোর এবং মছলিপতনমের মধ্যেই এই ঘূর্ণিঝড় হবে বলে জানা যাচ্ছে।

৯০-১০০ কিমি বেগ

প্রতি ঘন্টায় ৯০-১০০ কিমি বেগে এই ঝড় বয়ে যাবে। যা থেকে আলু এবং ধান চাষ প্রভাব পড়তে পারে।

দক্ষিণবঙ্গ

৫, ৬ এবং ৭ তারিখ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে।

সতর্কতা

অন্ধ্রপ্রদেশ সরকার ওখানকার ৮ টি জেলায় সতর্কতা জারি করেছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে আছে তিরুপতি এবং নেলোরও।

সাধারণ মানুষ

ইতিমধ্য়েই চেন্নাইতে ৫ জন সাধারণ মানুষের মৃত্য়ু হয়েছে বলে জানা যাচ্ছে।

সাহায্য়ের হাত

বেশ কিছু দক্ষিণী তারকা উদ্ধার কাজে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

দক্ষিণী অভিনেতা

দক্ষিণী অভিনেতা সূর্য, ঘোষণা করেছেন তিনি এই উদ্ধারর কার্যের জন্য় মোট ১০ লক্ষ টাকা দেবেন।

উদ্ধারকার্য

এই তালিকায় আছেন অভিনেতা কারথি শিবকুমার। তিনিও উদ্ধারকার্যের জন্য় ১০ লক্ষ টাকা দেবে বলে জানা গেছে।

নিকাশি ব্য়বস্থা

তামিল সিনেমার অভিনেতা বিশাল কৃষ্ণ রেড্ডি চেন্নাইয়ের মেয়রের সঙ্গে কথা বলেছেন এই জায়গার নিকাশি ব্য়বস্থার ওপরে নজর দেওয়ার জন্য।

VIEW ALL

Read Next Story