৫৭ তে পা

৫৭ তে পা দিলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক এবং গায়ক এ আর রহমান।

Debasmita Das
Jan 06,2024

জন্মগ্রহণ

১৯৬৭ সালের ৬ জানুয়ারি চেন্নাইতে জন্মগ্রহণ করেন তিনি।

দিলীপ কুমার

দিলীপ কুমার নামে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম

দিলীপ কুমার নাম পালটিয়ে ইসলাম ধর্ম মেনে নিজের নাম রাখেন আল্লাহ রাখা রহমান।

গ্র্যামি

নিজের কাজের জন্য রহমান ২টি অস্কার, ২টি গ্র্যামি এবং ৪টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।

সঙ্গীতজ্ঞ

নিজের সঙ্গীত দিয়ে মানুষের হৃদয়ে ঠাঁই করে নেওয়া রহমান তাঁর বাবার কাছ থেকেই সঙ্গীত শিখেছেন, তাঁর বাবাও ছিলেন একজন সঙ্গীতজ্ঞ।

জাতীয় পুরস্কার

‘রোজা’ সিনেমায় সঙ্গীত পরিচালনার জন্যই তিনি তাঁর জীবনের প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন।

অস্কার

রহমান স্লামডগ মিলিয়নেয়ার সহ মোট তিনটি হলিউড চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা করেছিলেন, যার মধ্যে থেকে তিনি দুটির জন্য অস্কার পুরস্কারও পান।

কটাক্ষ

সম্প্রতি পিপ্পা সিনেমায় কাজী নজরুল ইসলামের লেখা গান কারার ওই লৌহ কপাট গানকে নিজের সিনেমায় অন্য সুরে ব্যবহারের জন্য কটাক্ষের শিকার হন তিনি।

VIEW ALL

Read Next Story