এভারগ্রিন অভিনেত্রী রেখা প্রতিবারের মত এক নজরকাড়া সিল্কের শাড়ি পরে হাজির হয়েছিলেন। আউটফিটের সঙ্গে তিনি গোল্ডেন জুয়েলারির আর মাথায় গজরা পরেছিলেন।
অভিনেত্রী আলিয়ার স্টানিং লাল শাড়ি এবারেও সবার মনমুগ্ধ করেছে।
কিয়ারা এই শুভ দিনে বেছে নিয়েছিলেন একটি উজ্জ্বল হলুদ রঙের শাড়ি।
মৌনীকে দেখা গিয়েছে রয়্যাল লুকে। অভিনেত্রী পরেছিলেন গোলাপি এবং গোল্ডেন শাড়ি সঙ্গে ম্যাচিং গয়না।
শানায়া কাপুর পরেছিলেন সাদা নেটের শাড়ি।
জানভি কাপুরের জমকালো শাড়ি তাঁকে এক অন্য রকম লুক দিয়েছে।
মানুষী চিল্লার পরেছিলেন হাল্কা রঙের ফ্লোরাল প্রিন্টেড শাড়ি।
আমির কন্যা আয়রা পরেছিলেন সাদা-কালো শাড়ি।
নববধূ আথিয়া শেট্টি পরেছিলেন স্টাইলিশ এক লাল শাড়ি।
'পুষ্পা' অভিনেত্রী রশ্মিকা মন্দানা গণেশ চতুর্থীতে গোল্ডেন শাড়ি পরেছিলেন।