২০২৫-এ যেসব সেলিব্রিটি বড় পর্দা থেকে নিজেদের দূরে রেখেছেন...
২০২২ এ পোন্নিয়িন সেল্বন: ২(Ponniyin Selvan: II) ছবিতে অভিনয় করেন ঐশ্বর্য। তারপর থেকে এখনও কোনও ছবিতে সাইন করেননি অভিনেত্রী।
২০২৪ এ মেরি ক্রিসমাসের(Merry Christmas) পর এখনও পর্যন্ত আর কোনও ছবিতে সাইন করেননি ক্য়াটরিনা।
স্ত্রী ২(Stree 2)-তে অসাধারণ অভিনয় করে বক্স অফিসে ঝড় তুলেছে শ্রদ্ধা কাপুর। এরপর এখনও অবধি কোনও সিনেমায় সাইন করেননি বলে জানা গেছে। তবে ২০২৭-এ স্ত্রী ৩(Stree 3)-তে ফের দেখা যাবে শ্রদ্ধাকে।
অ্যানিম্যালের(Animal) পর চলতি বছরে রণবীর কাপুরের কোনও সিনেমা বক্স অফিসে জায়গা করছে না। ২০২৬-এ রামায়ণ(Ramayana) ও লাভ অ্যান্ড ওয়ার(Love & War) নামে দুই ছবি আসতে চলেছে।
সিংঘম এগেইন(Singham Again) সিনেমায় দীপিকা পাডুকোনকে শেষবারের মতও বড় পর্দায় দেখা যায়। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী ।
২০২৩-এ মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে(Mrs. Chatterjee vs Norway) ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মনে বিরাট জায়গা করে নিয়েছিলেন রানি মুখার্জী। আবারও ২০২৬-এ তাঁকে দেখা যাবে মর্দানি ৩-তে অভিনয় করতে।
বলিউড বাদশাহকে বড় পর্দায় দেখা যায় ২০২৩ এ ডাঙ্কি(Dunki) সিনেমায়। চলতি বছরে অর্থাত্ ২০২৫ এ বড় পর্দায় অভিনেতাকে দেখা যাবে না বলেই জানা যাচ্ছে। তবে ২০২৬-এ কিং(King) সিনেমায় শাহরুখ খানকে অভিনয় করতে দেখা যাবে।