গ্র্যান্ড ফিনালে

আগামী ২৯শে অক্টোবর ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে চলেছে। মহাগুরু মিঠুনের সঙ্গে, কোমর দোলাতে দেখা যাবে বিচারকদের।

বিচারক

বিচারকের আসনে থাকছেন মৌনি রায়, শ্রাবন্তী চ্যাটার্জি এবং পুজা বন্দ্যোপাধ্যায়।

ধুন্ধুমার পারফরম্যান্স

একের পর এক ধুন্ধুমার পারফরম্যান্সে মন্ত্রমুগ্ধ জাজেস ও মহাগুরু।

স্টেজে আগুন

রাজন্যা , সুমন , স্নেহাশ্রিতা , পৃথ্বীরাজ , সুকৃতির এনার্জি ও এক্সপ্রেশন স্টেজে জ্বালাবে আগুন।

এক অন্য মাত্রা

স্নেহা, ভূমিকা, প্রিয়াঙ্কা , দিশার গ্রেস ও পাওয়ার গ্র্যান্ড ফিনালে কে নিয়ে গেছে এক অন্য মাত্রায়।

চোখ ধাঁধানো নাচ

সঙ্গে থাকছে মৌনি রায় এর চোখ ধাঁধানো নাচ।

খুনসুটি ভরা অ্যাঙ্কারিং

অঙ্কুশ এর খুনসুটি ভরা অ্যাঙ্কারিংও দেখতে পাওয়া যাবে গ্র্যান্ড ফিনালেতে।

শেষ বেলার লড়াই

কেকের সঙ্গে ম্যাজিশিয়ান এর শেষ বেলার লড়াইও নজর কাড়বে সবার। সেদিন উপস্থিত থাকবেন অভিনেত্রী উষসী রায়-ও।

গ্র্যান্ড এমজি ক্রাউন

সঙ্গে থাকছেন অভিনেতা গৌরব চক্রবর্তীও। কার মাথায় উঠবে গ্র্যান্ড এমজি ক্রাউন? জানতে চোখ রাকুন জি বাংলার পর্দায়।

VIEW ALL

Read Next Story