স্টিরিওটাইপ

শতকের পর শতক আমরা মেনে আসছি মডেল মানেই সে লম্বা এবং রোগা হবে। সেই স্টিরিওটাইপই এবার ভেঙে গুড়িয়ে দিলেন মডেল জেন গ্যারেট।

প্লাস সাইজ মডেল

সম্প্রতি মিস ইউনিভার্স ২০২৩-এ আলোরণ ফেলেছেন প্লাস সাইজ মডেল, মিস নেপাল জেন দিপিকা গ্য়ারেট।

বিকিনি ড্রেস

সৌন্দর্য্যের সঙ্গে ওজনের কোনও সম্পর্কই নেই, তাই প্রমাণ করলেন নেপালের এই মডেল। বিকিনি ড্রেসে মঞ্চ মাতালেন মডেল।

আলাদা আলাদা

মিস ইউনিভার্স-এ অংশগ্রহণ করার জন্য় প্রতি বছরই বহু মডেল আসেন। তাঁদের গায়ের রং থেকে শুরু করে শারিরীক গঠন, পরিচিতি সবই আলাদা আলাদা।

বিউটি পেজেন্ট

তবে তাঁর মধ্যে থেকেও যার দিকে সকলের নজর গেছে সে এই নেপালের বিউটি পেজেন্ট ছাড়া আর কেউ না।

অংশগ্রহণকারী

মনে করা হচ্ছে, তিনিই প্রথম পেজেন্ট কুইন যে মিস ইউনিভার্সের প্লাস সাইজ অংশগ্রহণকারী।

মেটালিক সবুজ

স্যুইম শুট রাউন্ডে মেটালিক সবুজ রঙের একটি বিকিনি পড়েছিলেন তিনি। সেই ছবিই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন মিস নেপাল।

নার্স

তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে জানতে পারা যায়, তিনি বিউটি পেজেন্টের পাশাপাশি নার্সও। তার সঙ্গেই বডি পজিটিভিটি নিয়েও মানুষকে সতর্ক করেন তিনি।

সোশ্যাল মিডিয়া পোস্ট

মিস ইউনিভার্সের সেরা ২০-এর মধ্যে জায়গা করে নেওয়ার পরই মডেল তাঁর সকল অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে।

VIEW ALL

Read Next Story