'তুমিই আমার শিকড়', শোকবিহ্বল মাতৃহারা মোনালি...

মাতৃহারা মোনালি

শুক্রবার দুপুরে প্রয়াত শিল্পী মোনালি ঠাকুরের মা মিনতি ঠাকুর।

মাতৃহারা মোনালি

বেশ কিছু দিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়াই চলছিল প্রখ্যাত শিল্পী শক্তি ঠাকুর ঘরণীর।

মাতৃহারা মোনালি

লাইফ সাপোর্টে ছিলেন তিনি। শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি।

মাতৃহারা মোনালি

‘শেকল ছিঁড়ে গেছে… অবশেষে কষ্টের অবসান…দুপুর ২টো বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে।’ লিখেছেন কন্যা মেহুলি গোস্বামী ঠাকুর।

মাতৃহারা মোনালি

একদিন আগেই মোনালি লেখেন, ‘এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়তে হয়, কেন শেখাওনি? কী করব বুঝতেই পারছি না'।

মাতৃহারা মোনালি

মোনালি লেখেন,'তোমাকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে? এবার কী করব? মা, আমার শিকড় সব তুমি।’

মাতৃহারা মোনালি

কিডনি কাজ করছিল না। শেষে চিকিৎসকরা জবাব দিয়ে দেওয়ায় তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

মাতৃহারা মোনালি

গত ১৬ মে ঢাকার একটি কনসার্টে কনসার্টে গান গাওয়ার সময়েই গলা বুজে যায় মোনালি ঠাকুরের। মোনালি হয়তো আগেই বুঝতে পেরেছিলেন, তাঁর মা আর বেশি দিন নেই।

মাতৃহারা মোনালি

করোনাকালে বাবা শক্তি ঠাকুরকে হারিয়েছিলেন। এবার মাতৃহারা হলেন মোনালি।

VIEW ALL

Read Next Story