জন্মদিন

রতন নাভাল টাটা, অর্থাৎ রতন টাটা ২৮ ডিসেম্বর, ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। জেনে নিন, তাঁর সম্পর্কে অজানা সব তথ্য়।

জামশেদজীর উত্তরসূরি

টাটা গ্রুপের আবিষ্কর্তা জামশেদজী টাটা, আসলে রতন টাটার ঠাকুরদা ছিলেন।

বড় হয়ে ওঠা

রতন টাটার ঠাকুরমা, অর্থাৎ জামশেদজী টাটার স্ত্রী নাভাজবাই টাটাই তাঁকে বড় করেছেন।

বিবাহ

বহুবার বিয়ের কথা ভাবলেও রতন টাটা আসলে অবিবাহিত। কেন সেকথা নিজেই জানিয়েছেন তিনি।

প্রেম

একটি সাক্ষাৎকারে রতন টাটা জানান, প্রেমে পড়লেও বিশেষ কিছু কারণে তাঁর বিয়ে করা হয়ে ওঠেনি। চারবার বিয়ের সিদ্ধান্ত নিয়েও শেষমেশ কিছুই হয়নি।

টিসিএস পাবলিক

২০০৪ সালে রতন টাটা টিসিএস পাবলিক (TCS Public) তৈরি করেন।

সাধ্য়ের মধ্যে সাধপূরণ

রতন টাটা কথা দেন, বিশ্বের সবথেকে কমদামি গাড়ি বাজারে আনবেন যা মধ্যবিত্তের সাধ্য়ের মধ্যে সাধপূরণ করবে।

টাটা ন্যানো

২০০৮ সালে কথা মত তিনি বিশ্বের সবথেকে কমদামি গাড়ি লঞ্চ করেন যা টাটা ন্যানো নামে পরিচিত।

আইআইটি বম্বে

২০১৪ সালে টাটা গ্রুপ ৯৫ কোটি টাকা আইআইটি বম্বে-তে দেন, সেখানে টাটা সেন্টার ফর টেকনলজি অ্যান্ড ডিজাইন (TCTD) তৈরিরর জন্য।

বম্বে হাউস

রতন টাটার বম্বে হাউসে রাস্তার কুকরদের জন্য থাকার ব্যবস্থা আছে। শুধুমাত্র থাকা নয় তাদের জন্য খাবার, জল, এবং খেলার জন্য অনেক জায়গাও আছে।

VIEW ALL

Read Next Story