বাবা-মা

সম্প্রতি বাবা-মা হয়েছেন রুবিনা দিলায়েক এবং অভিনব শুক্লা। এবার সামনে এল বিগ বস খ্য়াত এই দম্পতির সন্তানদের ছবি।

যমজ সন্তান

যমজ সন্তানের জন্ম দিয়েছেন রুবিনা। ভালোবেসে মেয়েদের নাম রেখেছেন ঈধা এবং জীভা।

১ মাস

বুধবার তাঁদের জন্মের ১ মাস পূর্ণ হল। সেই উপলক্ষ্যেই মেয়েদের শুভেচ্ছা জানিয়ে তাঁদের ছবি ছেড়েছেন অভিনেত্রী।

ঈধা এবং জীভা

মেয়েদের সঙ্গে নিজেদের ছবি ছাড়লেও, সেই ছবিতে দেখা যাচ্ছে না ঈধা এবং জীভার মুখ।

জন্মদিন

তাঁদের এক মাসের জন্মদিন উপলক্ষ্যে বাড়িতে পুজোর আয়োজনও করেছিলেন এই তারকা দম্পতি।

প্রেগনেন্সি

মাস তিনেক আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই তারকা দম্পতি সকলকে তাঁদের প্রেগনেন্সির কথা জানান।

উপভোগ

এরপর থেকেই রুবিনাকে সোশ্যাল মিডিয়াতে, তাঁর প্রেগনেন্সি উপভোগ করার বিভিন্ন মূহুর্তের ছবি শেয়ার করতে দেখা গেছে।

সাক্ষাৎকার

সন্তান জন্মের আগে একটি সাক্ষাৎকারে, তাঁর প্রেগনেন্সি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, যে তিনি যমজ সন্তানের মা হতে চলেছেন।

চলতি বছর

অবশেষে চলতি বছরের নভেম্বর মাসের ২৭ তারিখ, তিনি তাঁর দুই যমজ সন্তানের জন্ম দেয়।

VIEW ALL

Read Next Story