সাফল্য

বাঘা যতীনের সাফল্যের পর এবার ছুটির আমেজে সুপারস্টার দেব।

প্রিয় মানুষ

ইউরোপেই নাকি ছুটি কাটাচ্ছেন অভিনেতার প্রিয় মানুষ রুক্মিনীও।

গভীর ভাবনা

কখনও স্বস্তির নিশ্বাস, আবার কখনও বা গভীর ভাবনায় দেখতে পাওয়া গেছে অভিনেতাকে।

রুক্মিনী

দেব যেখানে দাঁরিয়ে ছবি ছেড়েছেন সেখানেই দেখতে পাওয়া গেছে রুক্মিনীকেও।

একসঙ্গে ছবি

তবে তাঁদের দুজনের একসঙ্গে কোনও ছবিই সামনে আসেনি এখনও পর্যন্ত।

জল্পনা

তাহলে কী একসঙ্গে ঘুরছেন না তাঁরা? এমন অনেক জল্পনাই বাসা বাঁধছে অনুরাগীদের মনে।

মালদ্বীপ

এর আগেও একসঙ্গে মালদ্বীপে ঘুরতে গেছিলেন তাঁরা। একসঙ্গে ছবিও ছেড়েছিলেন তাঁরা।

অনুরাগী

তাঁদের পোস্টে অনুরাগীরা কমেন্ট করে জানিয়েছেন, তাঁদের একসঙ্গে ছবি দেখতে চান তাঁরা।

একসঙ্গে ট্রিপ

মনে করা হচ্ছে, এখন না হলেও পরবর্তীতে একসঙ্গে এই ট্রিপেরও ছবি ছাড়বেন তাঁরা।

VIEW ALL

Read Next Story