বিবাহ বন্ধন

বৃহস্পতিবার বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়-র সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল এক মিউজিক লঞ্চের পার্টিতে।

ফুসিয়া পিঙ্ক

এইদিন দুজনেই ফুসিয়া পিঙ্ক রঙের পোশাকে সেজেছিলেন। অভিনেত্রীর হালকা বিয়ের সাজ মন কেরেছে সবার।

মহিলা পুরোহিত

তাঁদের বিয়ে দিলেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। অনুষ্ঠানে দেখা গেছিল বেশ কিছু তারকাকেও।

বৈদিক মত

বৈদিক মতে বিয়ে হওয়ার কারণে ছিল না কন্যাদানের রীতি। তবে সৌম্য়কে সিদুঁর পড়িয়ে দিতে দেখা গেছে সন্দীপ্তাকেও।

বিয়ের পোশাক

অভিনেত্রী আগেই সকলকে ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁর বিয়ের পোশাক হবে গোলাপি এবং সাজ থাকবে হালকা।

ঘরোয়া নিয়ম

ঘরোয়া নিয়মে বাড়ির মানুষদের সঙ্গে আয়বুড়ো ভাত খেতেও দেখা গেছে তাঁকে।

বিয়ের মেহেন্দি

জাঁকজমক ছাড়াই বিয়ের মেহেন্দি পড়তে দেখা গেছে অভিনেত্রীকে।

গায়ে হলুদ

শুধুমাত্র বিয়ে না, অভিনেত্রীর গায়ে হলুদের অনুষ্ঠানেও ছিল একেবারে ছিমছাম সাজ।

এক গাল হাসি

হলুদ পাঞ্জাবি এবং এক গাল হাসি নিয়ে সন্দীপ্তার সঙ্গে দেখতে পাওয়া গেছিল সৌম্যকেও।

VIEW ALL

Read Next Story