মুজিব উর রহমান

২০১৮ সালের আইপিএলের সবথেকে কমবয়সী খেলোয়ার ইনি। পাঞ্জাব সুপার কিংগস ৪ কোটি টাকার বদলে এই ১৬ বছর বয়সী খেলোয়াড়কে কিনেছিল।

প্রয়াস রায় বর্মণ

২০১৯ সালের আইপিএলের সবথেকে কমবয়সী খেলোয়াড় ইনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর মাত্র ১.৫ কোটি টাকার বদলে এই খেলোয়াড়কে কিনেছিল।

প্রয়াস রায় বর্মণ

তবে পরবর্তীকালে এই খেলোয়াড়ের খেলা দেখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের কমিটি মনে করেন যে এই দাম তাঁর প্রতিভার জন্য খুবই কম।

সরফরাজ খান

২০১৫ সালের আইপিএলের সবথেকে কমবয়সী খেলোয়াড় ইনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর মাত্র ৫০ লক্ষ টাকার বদলে এই ১৭ বছর বয়সী খেলোয়াড়কে কিনেছিল।

সরফরাজ খান

২০১৫-তে ৫০ লক্ষ টাকার পরিবর্তে খেললেও পরবর্তী ৮ বারের আইপিএলে তিনি আরও অনেক মূল্য পেয়েছেন।

অভিষেক শর্মা

২০১৮ সালের আইপিএলের সবথেকে কমবয়সী খেলোয়াড় ইনি। দিল্লি ক্যাপিটালস মাত্র ৫৫ লক্ষ টাকার বদলে এই খেলোয়াড়কে কিনেছিল।

অভিষেক শর্মা

প্রথমে মাত্র ৫৫ লক্ষ টাকার পরিবর্তে খেললেও পরবর্তীতে সানরাইজারস হায়দ্রাবাদ তাঁকে ৬.৫ কোটি টাকায় কেনে।

রিয়ান পরাগ

২০১৯ সালের আইপিএলের সবথেকে কমবয়সী খেলোয়াড় ইনি। রাজস্থান রয়্যালস মাত্র ২০ লক্ষ টাকার বদলে এই খেলোয়াড়কে কিনেছিল।

রিয়ান পরাগ

আইপিএল কেরিয়ারে মোট ৫৪ টি ম্যাচ খেললেও, তাঁর প্রতিভা সকলের নজর কেড়েছে।

রচিন রবীন্দ্র

২০২৪ সালের আইপিএলের সবথেকে কমবয়সী খেলোয়াড় হতে পারে ইনি।

VIEW ALL

Read Next Story