প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তারকার হাট, হাজির শাহরুখ-রজনীকান্ত থেকে অক্ষয়-কঙ্গনা

Soumita Mukherjee
Jun 09,2024

রজনীকান্ত

রবিবার মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আসেন দক্ষিণের মেগাস্টার রজনীকান্ত

কঙ্গনা

মান্ডি থেকে জিতে নতুন সাংসদ হয়েছেন কঙ্গনা রানাওয়াত। সাদা শাড়িতে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে নজর কাড়লেন অভিনেত্রী।

কঙ্গনা-অনুপম

কঙ্গনার সঙ্গে একগুচ্ছ মজার ছবি পোস্ট করেছেন অনুপম খের। তিনিও আমন্ত্রিত ছিলেন এই হাইভোল্টেজ সেরেমনিতে।

শাহরুখ

দিল্লির ছেলে শাহরুখও হাজির ছিলেন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। কালো পোশাক, চোখে সানগ্লাস, ক্যামেরাবন্দি কিংখান।

অক্ষয়

প্রধানমন্ত্রীর কাছের মানুষ বলেই পরিচিত অক্ষয় কুমারও ছিলেন আমন্ত্রিত।

শাহরুখ-অক্ষয়

দিল্লি তাঁদের দুজনেরই হোম টাউন। একে অপরকে আলিঙ্গন করতে দেখা গেল শাহরুখ-অক্ষয়কে।

হেমা মালিনী

মথুরা থেকে বিজেপির টিকিটে ফের সাংসদের আসনে হেমা মালিনী। তাঁকে দেখা গেল এই অনুষ্ঠানে।

বিক্রান্ত-রাজকুমার

রবিবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা মিলল পরিচালক রাজ কুমার হিরানী ও অভিনেতা বিক্রান্ত মাসের।

বিক্রান্ত

প্রথমবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির বিক্রান্ত।

মুকেশ-অনন্ত

ছোটছেলে অনন্ত আম্বানির সঙ্গে হাজির ছিলেন মুকেশ আম্বানি

অনুরাধা পাড়োয়াল

রবিবার রাইসিনা হিলে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন গায়িকা অনুরাধা পাড়োয়াল।

VIEW ALL

Read Next Story