প্যানক্রিয়াটিক ক্যান্সার সচেতনতা

নভেম্বর মাস জুড়ে এই রোগ সম্পর্কিত সচেতনতার প্রচার হয়। ২০০০ সাল থেকে দিনটির বার্ষিক উদযাপন শুরু।

Soumitra Sen
Nov 01,2023

প্যানক্রিয়াটিক ক্যান্সার সচেতনতা

যে ধরনের ক্যানসারের সঙ্গে আমরা পরিচিত, তার মধ্যে অগ্ন্যাশয়ের ক্য়ানসার অন্য়তম ভয়াবহ।

প্যানক্রিয়াটিক ক্যান্সার সচেতনতা

অগ্ন্যাশয়ের ক্যানসারের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য 'অগ্ন্যাশয় ক্যানসার সচেতনতা মাসে'র কথা ভাবা হয়েছিল।

প্যানক্রিয়াটিক ক্যান্সার সচেতনতা

অগ্ন্যাশয় ক্যানসারের লক্ষণ দেরিতে প্রকাশ হয়।

প্যানক্রিয়াটিক ক্যান্সার সচেতনতা

এর ফলে রোগীর রোগ চিহ্নিতকরণ এবং চিকিৎসা দুটিই কঠিন হয়ে ওঠে।

প্যানক্রিয়াটিক ক্যান্সার সচেতনতা

বর্তমানে বহু মানুষ প্যানক্রিয়াটিক ক্যানসারে ভুগছে।

প্যানক্রিয়াটিক ক্যান্সার সচেতনতা

প্রতিবছরই দিনটির একটি থিম থাকে। তবে এই বছরের থিম এখনও প্রকাশিত হয়নি।

থিম

২০২২-এর থিম ছিল-- 'ইটস অ্যাবাউট টাইম'। এই থিমের লক্ষ্য ছিল-- অগ্ন্যাশয় ক্যানসারের প্রকৃত ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা।

প্রতীক

এই রোগের সচেতনতা প্রচারের একটি প্রতীক রয়েছে; সেটি হল বেগুনি রঙের রিবন।

VIEW ALL

Read Next Story