ইউটিআই

ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন মূত্রনালির এক ধরনের ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ।

Debasmita Das
Nov 02,2023

ছোট মূত্রনালী

ছেলেরদের তুলনায় মেয়েদের এই রোগ বেশি হয়। কারণ মেয়েদের মূত্রনালী তুলনামূলকভাবে ছোট হয়।

গর্ভাবস্থা

গর্ভবতী অবস্থায় এই ইনফেকশন দেখা দিতে পারার সম্ভাবনা থাকে।

শারীরিক সম্পর্ক

শারীরিক সম্পর্কের সময় সুরক্ষাবিধি মেনে না চললে এই রোগ দেখা দিতে পারে।

দুর্বল ইমিউন সিস্টেম

যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের খুব সহজেই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকে।

বেশি সময় ধরে প্রস্রাব আটকানো

বেশি সময় ধরে প্রস্রাব আটকে রাখলে, ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে গিয়ে ইউরিন ইনফেকশন হতে পারে।

কম জল পান

অনেকেই সারাদিনে জল খুবই কম পান করে থাকে। সেক্ষেত্রেও ব্যাকটেরিয়া জমে ইনফেকশন হতে পারে।

অপরিষ্কার

পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখলেও এই রোগ হতে পারে।

হাই ব্লাড সুগার

রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে সেখান থেকে এই ইনফেকশন হতে পারে।

VIEW ALL

Read Next Story