সন্তোষ মিত্র স্কোয়ারের এ বছরের পুজোর থিম রাম মন্দির। সেই পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
বিকেল ৪ টে শাহ আসার আগে সন্তোষ মিত্র স্কোয়ারের সুবিশাল রাম লালা মন্দির প্রায় সম্পূর্ণ।
শুধু এই পুজোর উদ্বোধনের জন্যই কলকাতায় আসছেন শাহ।
ক্লাবের গোটা চত্বরের নিরাপত্তার দায়িত্ব নেবে এস পি জি।
প্রতি বছরই সেরা পুজোর তালিকায় থাকে সন্তোষ মিত্র স্কোয়ার।
গতবছর এখানে লালকেল্লার আদলে পুজোর মণ্ডপ বানানো হয়েছিল।
মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে শহরে প্য়ান্ডেল হপিং।
শ্রীভুমি স্পোটিং ক্লাব, সুরুচি সংঘ, কাশীবোস লেন দুর্গাপুজো সমিতির পুজো ইতিমধ্য়েই উদ্বোধন হয়ে গিয়েছে।
এখন থেকেই উপচে পড়ছে মানুষের ভিড়।