সমপ্রেম স্বাভাবিক

সুপ্রিম কোর্টের নতুন রায় অনুযায়ী সমপ্রেম, সমলিঙ্গ বিবাহ সকল মুক্ত মানুষের অধিকার। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বক্তব্য অনুযায়ী সমপ্রেম স্বাভাবিক। জেনে নিন বিশ্বের ৯টি দেশের ব্যাপারে যেখানে সমলিঙ্গ বিবাহ বৈধ।

Soumitra Sen
Oct 17,2023

আর্জেন্টিনা

আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকার প্রথম দেশ যেখানে সমলিঙ্গ বিবাহ বৈধ হয়। ২০১০ সালের জুলাই মাস থেকে সমলিঙ্গ বিবাহ আর্জেন্টিনায় বৈধ।

ব্রিটেন

২০১৩ সালের জুলাই মাসে, পার্লামেন্ট অফ ইউনাইটেড কিংডম থেকে ব্রিটেনে সমলিঙ্গ বিবাহ বৈধ হয়। ২০১৪ সালের ২৯শে মার্চ এই দেশে প্রথম সমলিঙ্গ বিবাহ হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র

ইউ.এস. সুপ্রিম কোর্ট ২০১৫ সালের ২৬শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি রাজ্যে সমলিঙ্গ বিবাহ বৈধ হয়।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াতে সমলিঙ্গ বিবাহ বৈধ হয় ২০১৭ সালের ৯ই ডিসেম্বর থেকে। এমনকি এই দেশে, বিদেশিরাও সমলিঙ্গ বিবাহ করতে পারে যদি তাদের কাছে ভিসা থাকে।

জার্মানি

অস্ট্রেলিয়ার মতো জার্মানিতেও সমলিঙ্গ বিবাহ বৈধ হয় ২০১৭ সালে। ২০১৭ সালের ১লা অক্টোবর এই বিল পাস হয়।

নেদারল্যান্ডস

বলা চলে এই বিষয়ে সব দেশের থেকে এগিয়ে নেদারল্যান্ডস। ২০০১ সালের ১লা এপ্রিল নেদারল্যান্ডসে সমলিঙ্গ বিবাহ বৈধ হয়।

স্পেন

২০০৪ সালে এই দেশে নতুন সরকার শাসনে আসার পর, ২০০৫ সালের ৩রা জুলাই স্পেনে সমলিঙ্গ বিবাহ বৈধ হয়।

পর্তুগাল

দেশের অন্য সামাজিক বিয়ের মতই পর্তুগালে সমলিঙ্গ বিবাহ বৈধ হয় ২০১০ সালের ৫ই জুন থেকে।

সুইজারল্যান্ড

খুব বেশি দিন না হলেও ২০২১ সালের ২৬শে সেপ্টেম্বর সুইজারল্যান্ডে সমলিঙ্গ বিবাহ বৈধ হয়।

VIEW ALL

Read Next Story