মিল্ক চকোলেট

বেশিরভাগ মানুষই মিল্ক চকোলেট খেতে ভালোবাসে, এবং বেশিরভাগ কোম্পানিও এই চকোলেটই বেশি বানায়।

Soumitra Sen
Feb 09,2024

ডার্ক চকোলেট

আপনার সঙ্গী যদি মিষ্টি খেতে ভালো না বাসে তাহলে কিনতে পারেন ডার্ক চকোলেট। স্বাস্থ্যের জন্যও এটি ভালো।

হোয়াইট চকোলেট

চকোলেট ফ্লেভারের কোনও জিনিসই যদি আপনার সঙ্গীর ভালো না লাগে, তাহলে হোয়াইট চকোলেটই বেস্ট।

সেমিসুইট চকোলেট

ডার্ক চকোলেটেরও বিভিন্ন ধরন হয় তার মধ্যে এটি একটি। তেতো হলেও হাল্কা মিষ্টি একটা স্বাদ থাকে এই চকোলেটে।

বিটারসুইট চকোলেট

এটি একেবারেই ৫০-৫০ ব্যাপার, সেমিসুইট চকোলেটের থেকে এই চকোলেট আরেকটু বেশি তেতো হয়।

আনসুইটেনড চকোলেট

এই চকোলেট আসলে শুধু খাওয়ার জন্য নয়। আপনার সঙ্গী যদি অন্য কোনও খাবারের সঙ্গে চকোলেট খেতে চান তবে এটিই বেস্ট অপশান।

কোকোনাট চকোলেট

অনেকেই নারকেলের গন্ধ খুবই ভালোবাসে, তাদের জন্য এই চকোলেট। পেয়ে যাবেন যেকোনও বেকারির দোকানে।

পিনাট চকোলেট

নতুন ধরনের এই চকোলেট অনেকেরই পছন্দের। সঙ্গীকে দিতে পারেন এই ধরনের চকোলেট।

ওয়েফার চকোলেট

অনেকেই পুরো চকোলেট পছন্দ করেন না। একটু ওয়েফার হলে ভালো হয়, তাদের জন্য রইলো এই অপশান।

লিকার চকোলেট

একেবারে অন্যধরনের এই চকোলেট। বেশ সময় খুঁজতেও হতে পারে আপনাকে। তবে উপহারে এই চকোলেট পেলে আপনার সঙ্গী খুশি হতে বাধ্য।

VIEW ALL

Read Next Story