সকালের ধ্যান

সকালবেলা ধ্যান দিয়ে শুরু করলে আপনার স্ট্রেস কমবে এবং সারাদিনের কাজের জন্য ফোকাস বাড়বে।

Debasmita Das
Nov 16,2023

হাইড্রেটশন

রাতের ঘুমের পর পরের দিন সকালে উঠেই একগ্লাস জল পান করুন। এতে শরীর রিহাইড্রেট হবে। এছাড়াও জলের মধ্যে যদি এক টুকরো লেবু দেওয়া যায় তবে তা আপনাকে সারাদিন সতেজ রাখতে সাহায্য করবে।

ব্যায়াম

সকালে স্বল্প সময়ের জন্য ব্যায়াম ছাড়াও যদি কিছুক্ষণ হাঁটা বা স্ট্রেচিং করা যায়, তবে সারাদিন খুব এনার্জেটিক অনুভব হবে।

হেলদি ব্রেকফাস্ট

পুষ্টিকর ব্রেকফাস্ট খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি।

জার্নালিং

সারাদিন যা যা করলেন রাতে বসে ডায়েরিতে লিখে ফেলুন। এতে জীবনে স্বচ্ছতা রক্ষা করতে এবং কীভাবে কোনদিকে চালনা করবেন সেটি বুঝে নিতে সুবিধা হবে।

স্ক্রিন দেখা এড়িয়ে চলুন

ঘুম থেকে ওঠার পর যতটা সম্ভব স্ক্রিন দেখা থেকে দূরে থাকুন।

লক্ষ্য স্থির করা

উদ্দেশ্য এবং লক্ষ্য স্থির করেই দিন শুরু করুন।

পড়া বা শেখা

দিনে কিছুটা সময় বার করে বই পড়ুন বা পডকাস্ট শুনুন। এতে আপনার মনকে উজ্জীবিত করবে।

প্ল্যানিং

সারাদিনের কাজকর্ম শুরু করার আগে একটা প্ল্যান বানিয়ে নিন। এতে আপনার দিনের সমস্ত কাজ সময়মত হবে।

সময়কে গুরুত্ব দেওয়া

আমরা অনেকেই সময়ের কাজ সময়ে করি না। সময়কে গুরুত্ব দিন, সময়ের সঠিক ব্যবহার করুন। এতে জীবনে বদল আসবে।

VIEW ALL

Read Next Story