সকালবেলা ধ্যান দিয়ে শুরু করলে আপনার স্ট্রেস কমবে এবং সারাদিনের কাজের জন্য ফোকাস বাড়বে।
রাতের ঘুমের পর পরের দিন সকালে উঠেই একগ্লাস জল পান করুন। এতে শরীর রিহাইড্রেট হবে। এছাড়াও জলের মধ্যে যদি এক টুকরো লেবু দেওয়া যায় তবে তা আপনাকে সারাদিন সতেজ রাখতে সাহায্য করবে।
সকালে স্বল্প সময়ের জন্য ব্যায়াম ছাড়াও যদি কিছুক্ষণ হাঁটা বা স্ট্রেচিং করা যায়, তবে সারাদিন খুব এনার্জেটিক অনুভব হবে।
পুষ্টিকর ব্রেকফাস্ট খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি।
সারাদিন যা যা করলেন রাতে বসে ডায়েরিতে লিখে ফেলুন। এতে জীবনে স্বচ্ছতা রক্ষা করতে এবং কীভাবে কোনদিকে চালনা করবেন সেটি বুঝে নিতে সুবিধা হবে।
ঘুম থেকে ওঠার পর যতটা সম্ভব স্ক্রিন দেখা থেকে দূরে থাকুন।
উদ্দেশ্য এবং লক্ষ্য স্থির করেই দিন শুরু করুন।
দিনে কিছুটা সময় বার করে বই পড়ুন বা পডকাস্ট শুনুন। এতে আপনার মনকে উজ্জীবিত করবে।
সারাদিনের কাজকর্ম শুরু করার আগে একটা প্ল্যান বানিয়ে নিন। এতে আপনার দিনের সমস্ত কাজ সময়মত হবে।
আমরা অনেকেই সময়ের কাজ সময়ে করি না। সময়কে গুরুত্ব দিন, সময়ের সঠিক ব্যবহার করুন। এতে জীবনে বদল আসবে।