টেলিভিশন প্রত্যেক বাড়ির সদস্যের মত। আবিষ্কারের পর থেকেই এটি বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস।
গোটা বিশ্বে ২১ নভেম্বর টেলিভিশন দিবস পালন করা হয়। এই বস্তুটিকে অধিকাংশ সময়ে 'ইডিয়ট বক্স' বলা হয়ে থাকে, সমাজে তার কতটা প্রভাব সেটা নির্দেশ করার লক্ষ্যেই এমন একটি দিন-ভাবনা।
টেলিভিশন আসলে কমিউনিকেশনের অন্যতম মাধ্যম। সমসাময়িক পৃথিবীতে যা যা ঘটছে তাকেই সে পৌঁছে দিচ্ছে সকলের কাছে।
১৯২৭ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন আমেরিকান বিজ্ঞানী ফিলো ফার্নসওয়ার্থ। আবিষ্কারের ঠিক এক বছর পর প্রথম ব্রডকাস্ট ষ্টেশন চার্লিস ফ্রান্সিস জেঙ্কিন্স সম্প্রচারিত হয়।
১৯৯৬ সালে ২১-২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল 'ওয়ার্ল্ড টেলিভিশন ফোরাম'। পরবর্তী সময়ে সেই দিনটিকেই তাই গ্রহণ করে রাষ্ট্রসঙ্ঘ।
ইউনাইটেড নেশনের মতে, টেলিভিশন এখনও পর্যন্ত ভিডিয়ো দেখানোর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।
ভারতে টেলিভিশন যুগের শুরুতে শুধু দূরদর্শন চ্যানেলই দেখানো হত।
প্রথমে দূরদর্শনে তথ্য়মূলক অনুষ্ঠান দেখানো হত। স্বাস্থ্য সংক্রান্ত নানা অনুষ্ঠান থাকত এর মধ্যে।
বর্তমানে টিভির থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠছে ওটিটি চ্যানেল। তবে আগের প্রজন্মের কাছে এখনও টিভির সেই আকর্ষণ হারায়নি।