কোন ১০ জিনিসের পুজোয় সন্তুষ্ট হবেন মহাদেব, ফিরবে ভাগ্য!

দুধ

দুধ হল পবিত্রতার প্রতীক। মহাদেবকে দুধ দিয়ে স্নান করালে স্বাস্থজনিত সমস্যা দূর হয় এবং রাহুর দোষ কাটে।

বেল পাতা

মহাদেবকে বেলপাতা অর্পণ করলে জীবন পাপ মুক্ত হয়।

মধু

মধু দিয়ে স্নান করালে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ হয়।

দই

দই অর্পণ করলে ভালোভাগ্য প্রাপ্তি হয়। এবং চাঁদের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

ঘি

ঘি হল শুদ্ধিকরণের উদাহরণ। জীবনে বিভিন্ন বিপত্তি দূর হয়।

আখের রস

মহাদেবকে আখের রস প্রদান করলে জীবন মধুর হয়।

গঙ্গাজল

গঙ্গাজল হল শুদ্ধিকরণের প্রতীক। এর দ্বারা খারাপ কর্ম থেকে মুক্তি পাওয়া যায়।

চন্দন বাটা

মহাদেবকে চন্দন বাটা অর্পণ করলে জীবনে শান্তি আসে এবং বুধ গ্রহের খারাপ প্রভাব কাটে।

আতর

আতর প্রদান করলে সম্পর্কে দৃঢ়তা বজায় থাকে।

চিনির গুঁড়ো

চিনির গুঁড়ো মহাদেবকে প্রদান করায় প্রাচুর্য আসে। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

VIEW ALL

Read Next Story