সামনেই দোল, আর দোল মানেই রঙের খেলা। তবে এই রঙ থেকে কীভাবে বাঁচাবেন আপনার ত্বক এবং চুল, তা সম্পর্কে জেনে নিন।
হোলি খেলতে যাওয়ার আগে চুলে নারকেল তেল দেওয়ার চেষ্টা করুন, এই উপায় শুনতে খারাপ লাগলেও এর থেকে ভালো আর কিছু হয় না।
তেল মেখে চুল খুলে রঙ খেলতে গেলে কোনও লাভই হবে না, তাই পারলে নিজের চুল ভালো ভাবে বেঁধে ফেলার চেষ্টা করুন।
দোলের আগের রাতে আপনার পুরো শরীরে বাদাম তেলের একটি পুরু স্তর প্রয়োগ করুন এবং রঙ খেলতে বেরনোর আগে আরও একবার লাগিয়ে নিন।
তেলের বদলে ত্বকে লাগাতে পারেন পেট্রোলিয়াম জেলি অথবা কোনও ভালো বডি লোশন। ত্বকে তেলতেলে কিছু প্রয়োগ করলে রঙ না ধরার সম্ভাবনাই বেশি।
শুধুমাত্র ত্বক এবং চুলের যত্ন নিলেই হবে না, শরীরের আসল অংশ মুখের যত্ন নিতে হবে সবথেকে বেশি।
দোলে রঙ খেলতে বেরনোর আগে সারা শরীরের মতো ত্বকেও লাগান ভালো মানের ক্রিম অথবা বাদামের তেল, বিশেষ করে কান এবং চোখের কোলে বেশি পরিমাণে লাগান।
শুধুমাত্র দোলের আগে যত্ন নিলেই হবে না, দোল খেলে এসে বেসন, হলুদ এবং দই মেখে স্নান করুন, এই জিনিসগুলি রঙ তুলতে সাহায্য করে।
আপনার চুলে পুষ্টি ফিরিয়ে আনতে একটি হেয়ার মাস্ক ব্যবহার করুন। হেয়ার মাস্ক প্রস্তুত করতে, একটি ডিম, দই মিশ্রণ ব্যবহার করুন।