আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান করেছে ক্রিস গেইল, ১৭৫ রান করে তালিকার শুরুতেই তিনি।
২০০৮ সালে কেকেআরের হয়ে ১৫৮ রান করে তালিকার দ্বিতীয়ে জায়গা করে নিয়েছেন ব্রেন্ডন ম্য়াকালাম।
২০২২ সালে এলএসজির হয়ে ১৪০ রান করে তালিকার তৃতীয়ে জায়গা করে নিয়েছেন কুইন্টন ডি কক।
আইপিএলের ইতিহাসে ১৩৩ রান করে তালিকার চতুর্থ স্থান দখল করেছে এবি ডি ভিলিয়ার্স।
২০২০ সালে কিংগস ইলেভেনের হয়ে ১৩২ রান করে তালিকার পঞ্চমে জায়গা করে নিয়েছেন কেএল রাহুল।
তালিকার ষষ্ঠ স্থানেও আছে এবি ডি ভিলিয়ার্স, আরসিবির হয়ে ১২৯ রান করেছিলেন তিনি।
তালিকার ষষ্ঠ স্থানে আছেন শুভমন গিলও, জিটির হয়ে ১২৯ রান করেছিলেন তিনিও।
২০১২ সালের আইপিএলে ১২৮ রান করে তালিকার সপ্তম স্থান দখল করেছেন ক্রিস গেইল।
তালিকার সপ্তম স্থানে আছেন ঋষভ পন্থও, ডিডির হয়ে ১২৮ রান করেছিলেন তিনিও।
২০১০ সালে চেন্নাই সুপারকিংগসের হয়ে ১২৭ রান করে তালিকার অষ্টমে জায়গা করে নিয়েছেন মুরলী বিজয়।