হোয়াটসঅ্যাপ

আমরা প্রত্যেকেই কম-বেশি হোয়াটসঅ্যাপ ব্যাবহার করি আমদের প্রতিদিনের জীবনে।

অ্যাপ

ভিডিয়ো, ছবি, নানা ধরনের দরকারি কথা সবকিছুই হয় এই অ্যাপের মাধ্যমে।

গোপন তথ্য

বর্তমানে বহু মানুষের হোয়াটসঅ্যাপে থাকা গোপন তথ্য সুরক্ষিত থাকে না।

সহজ উপায়

তাই জেনে নিন ৫ সহজ উপায় যার সাহায্যে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট থাকবে সুরক্ষিত।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন

সমস্ত চ্যাটের জন্য ডিফল্টরূপে আপনার এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু রাখুন।

ডিসাপেয়ারিং ম্যাসেজ

সমস্ত চ্যাটের জন্য ডিসাপেয়ারিং ম্যাসেজ চালু করে রাখুন যাতে ১ ঘন্টার মধ্য়েই আপনার চ্যাট ডিলিট হয়ে যায়।

ব্যাক আপ

চ্যাট ডিলিট হয়ে যাওয়ার আগেই, আপনার কথা সুরক্ষিত করতে ক্লাউডে চ্যাট ব্যাক আপের জন্য এনক্রিপশন চালু রাখুন৷

লকড চ্যাটস

গোপন চ্যাট সুরক্ষিত রাখতে লকড চ্যাটস ব্যবহার করুন।

আননোন কলার

স্ক্য়াম কল এড়াতে ব্যবহার করুন সাইলেন্স আননোন কলার এবং কল রিলে ফিচার ব্য়বহার করুন।

VIEW ALL

Read Next Story